ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কন্যাকে নিয়ে লালগালিচায় অজয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
কন্যাকে নিয়ে লালগালিচায় অজয় অজয় দেবগণ ও নাইসা

লন্ডনে আগামী ১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত থাকবেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। ‘পার্চড’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি।

লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে এটি দেখানোর মধ্য দিয়ে। তার আগে প্রথমবার লালগালিচায় কন্যা নাইসাকে নিয়ে হাঁটবেন অজয়।    

লীনা যাদব পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে, সুরভিন চাওলা, তনিষ্ঠা চ্যাটার্জি, আদিল হুসেন, সুমিত বিয়াস, লেহার খান, ঋদ্ধি সেন, মহেশ বলরাজ এবং চন্দন আনন্দ। ছবিটিতে দেখানো হয়েছে জীবনে চলার পথে ছোট ছোট বাধা অতিক্রম করে যেতে হয় নারীদেরকে।

‘পার্চড’ এরই মধ্যে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বেইজিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি অন্যান্য কয়েকটি উৎসবে প্রশংসা কুড়িয়েছে।

নাইসা হলো অজয়-কাজল দম্পতির জ্যেষ্ঠ কন্যা। তার বয়স ১৩ বছর। তাদের পুত্র যুগের বয়স ৬ বছর।

* ‘পার্চড’ ছবির ট্রেলার :

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।