ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এআর রাহমানের সুরে বিরাট কোহলির নাচ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
এআর রাহমানের সুরে বিরাট কোহলির নাচ (ভিডিও) স্টুডিওতে বিরাট কোহলি, (ডানে) এআর রাহমান

ক্রিকেট মাঠে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির কেরামতি দেখেছেন দর্শক-সমর্থকরা। কিন্তু তিনি যে ভালো গাইতে আর নাচতেও পারেন, তা ক'জনইবা জানে! ইউটিউবে প্রিমিয়ার ফুটসাল লীগের অফিসিয়াল গানের প্রচারণামূলক ভিডিওর বিশেষে দেখা যাচ্ছে এই দৃশ্য।

 চলতি মাসের শেষে গানটি প্রকাশ হবে।  

'নাম হ্যায় ফুটসাল' শিরোনামের গানটি তৈরি করেছেন অস্কারজয়ী সুরকার এআর রাহমান। এতে তার সঙ্গে গলা মিলিয়েছেন ফুটসাল লীগের শুভেচ্ছাদূত বিরাট। চেন্নাইয়ে রাহমানের স্টুডিওতে এর রেকর্ডিং হয়। ভিডিওটির জন্য দু'জন একসঙ্গে নেচেছেন, পরেছেন কালো রঙের পোশাক।  

টুইটারে বিরাট বলেছেন, 'অনেক আগে থেকেই আমি এআর রাহমানের ভক্ত। তার সঙ্গে কাজ করতে পারা ব্যক্তিগত অর্জন এবং মনে রাখার মতো সুযোগ। '

ফুটবলের সংক্ষিপ্ত ও দ্রুততম সংস্করণের নামই হলো ফুটসাল। ইউরোপ ও দক্ষিণ আমেরিকায় এটি বেশ জনপ্রিয়। প্রতি দলে পাঁচজন খেলোয়াড় থাকেন এই খেলায়।  প্রিমিয়ার ফুটসাল লীগ শুরু হবে আগামী ১৫ জুলাই। চলবে ২৪ জুলাই পর্যন্ত। এতে প্রতিদ্বন্দ্বিতা করবে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, গোয়া, কোচি, হায়দরাবাদ ও বেঙ্গালুরু।  

* এআর রাহমানের সঙ্গে বিরাট কোহলির ভিডিও : 

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।