ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ববিতার পুরনো ফুটেজ নিয়ে ‘এতো প্রেম এতো মায়া’

সোমেশ্বর অলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
ববিতার পুরনো ফুটেজ নিয়ে ‘এতো প্রেম এতো মায়া’ ববিতা

বাংলানিউজ: শনিবার (২৫ মে) বাংলানিউজকে বলেছিলেন আপনি আপাতত নতুন কোনো ছবিতে অভিনয় করছেন না…
ববিতা:
হ্যাঁ। তাই তো।

করছি না তো! 
বাংলানিউজ: ‘এতো প্রেম এতো মায়া’ নামের একটি ছবিতে নাকি অভিনয় করছেন?
ববিতা:
মানিকের (মোস্তাফিজুর রহমান) পুরনো ছবি এটি। নাম পাল্টেছে বোধহয়। আমার আর শাবনূরের কিছু অংশের শুটিং হয়েছিলো ৩-৪ বছর আগে। ওইসব ফুটেজ নিয়েই হয়তো ছবিটা ছাড়া হবে।
বাংলানিউজ: নতুন করে শুটিং করবেন ছবিটার?
ববিতা:
জানি না। আমার সঙ্গে কারও কোনো কথা হয়নি। তাছাড়া আমি এখন চলচ্চিত্রে আগ্রহী নই।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতার সঙ্গে সোমবার (২৭ জুন) সকালের আলাপচারিতার শুরুটা এভাবেই। তিনি জানান, তার হাতে কেবল একটি ছবি আছে। সেটি মুক্তিযুদ্ধনির্ভর। এর দৃশ্যধারণ হওয়ার কথা কানাডায়। পরিচালক পাল্টে গিয়ে ওই ছবির কাজ এখন অনিশ্চিত। এ অবস্থায় ‘এতো প্রেম এতো মায়া’য় নতুন করে অভিনয়ের ব্যাপারে কোনো আলোচনা হয়নি তার সঙ্গে।    

ববিতা আবারও জানান, এ সময়ের চলচ্চিত্র নিয়ে অাশাবাদী নন তিনি। বিশেষ করে যৌথ প্রযোজনার ছবির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ‘অশনি সংকেত’ তারকা। তার মতে, চলচ্চিত্রের সুদিন ফেরাতে হলে দেশীয় গল্প ও শিল্পীকে প্রাধান্য দিয়ে সুন্দর চিত্রনাট্য দরকার।

ববিতার অভিনয় নিয়ে ‘এতো প্রেম এতো মায়া’র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ছবিটির চিত্রনাট্যকার সুদীপ্ত সাঈদ জানান, ববিতার পুরনো শুটিংয়ের সঙ্গে গল্প জুড়ে তৈরি হচ্ছে ছবিটি। তাকে নতুন দৃশ্যের প্র্রয়োজনে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে। এ ব্যাপারে পরিচালক তার সঙ্গে যোগাযোগ করবেন।  

খোঁজ নিয়ে জানা গেছে, ‘এমনও তো প্রেম হয়’ নাম দিয়ে একটি ছবির শুটিং শুরু করেছিলেন মোস্তাফিজুর রহমান মানিক। ওই ছবির দুই শিল্পী ববিতা ও শাবনূর থাকছেন ‘এতো প্রেম এতো মায়া’য়। নতুনভাবে যুক্ত হয়েছেন সাইমন ও পিয়া বিপাশা। এ দু'জনকে নিয়ে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে ঈদের পর।  

* ‘এভাবে কী সিনেমার দিন বদলাবে?’

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।