ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

জ্যাকসনকে নিয়ে প্যারিসের হৃদয়স্পর্শী শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
জ্যাকসনকে নিয়ে প্যারিসের হৃদয়স্পর্শী শ্রদ্ধা মাইকেল জ্যাকসন ও প্যারিস জ্যাকসন

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করলো পরিবার। ২০০৯ সালের ২৫ জুন ৫০ বছর বয়সে মারা যান কিংবদন্তি গায়ক মাইকেল জ্যাকসন।

মাইকেলের কন্যা প্যারিস জ্যাকসন ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বাবার সঙ্গে তোলা কয়েকটি সাদাকালো ছবির কোলাজ পোস্ট করেছেন তিনি।  

১৮ বছর বয়সী প্যারিস ক্যাপশনে লিখেছেন, ‘সাত বছর হলো, শান্তিতে আছে আমার সেরা বন্ধু। তাকে আমি সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। ’

প্যারিসকে নিয়ে সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমে মুখরোচক নানান খবর বেরিয়েছে। জ্যাকসনের নামও জড়িয়েছে পর্নো ছবির সঙ্গে। এসবের ইঙ্গিত দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘জানি খুব একটা ভালো কথা হচ্ছে না সংবাদমাধ্যমে। কিন্তু সবাই জানে এগুলো বাজে কথা। প্রতিজ্ঞা করছি, যতোদিন বেঁচে থাকবো তার সুনাম রক্ষা করবো। তোমার মতো কেউ নেই, আর কেউ হবেও না। কোটি কোটি হৃদয় ছুঁয়ে যাওয়ার জন্য ধন্যবাদ, বিশেষ করে আমার মন। ’

এদিকে ক্যালিফোর্নিয়ার ডেল ম্যারে সান ডিয়েগো কাউন্টি ফেয়ারে জ্যাকসন ও তার ভাইদের ব্যান্ড জ্যাকসন ফাইভের সদস্য জারমেইন, টিটো, জ্যাকি ও মারলন গানে গানে সম্মান জানিয়েছেন পপসম্রাটকে। ‘ওয়ান মোর চান্স’ ও মাইকেলের ‘ওয়ানা বি স্টারটিং সামথিং’ গান দুটিও পরিবেশন করেন তারা।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।