ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘অনেক মহড়াও করেছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
‘অনেক মহড়াও করেছি’

‘নাচটা আমি হৃদয়ে ধারণ করি। এই অনুষ্ঠানটি করতে গিয়ে অনেক সময় নিয়েছি।

অনেক মহড়াও করেছি। আশা করি সবার কাছে ভালো লাগবে’- বলছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম।

ছোটপর্দার আলোচিত মুখ অপি করিম অভিনয়ের পাশাপাশি নেচেও সবার মন কড়েছেন। ঈদে আরটিভির পর্দায় একক নৃত্য নিয়ে হাজির হচ্ছেন তিনি। নৃত্যানুষ্ঠানের নাম ‘কোথায় পাবি মন’ নিয়ে। নৃত্যপরিচালনা করেছেন কবিরুল ইসলাম রতন।

‘কোথায় পাবি মন’ অনুষ্ঠানটিতে আধুনিক ও ফোক মিলিয়ে ৫টি গানে নেচেছেন অপি। সম্প্রতি আরটিভির নিজস্ব স্টুডিওতে এর দৃশ্যধারণে অংশ নিয়েছেন তিনি।

সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় ‘কোথায় পাবি মন’ অনুষ্ঠানটি এবারের আরটিভির পর্দায় ঈদের তৃতীয় দিন বিকেল সাড়ে ৫টায় প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
জেএমএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।