ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

হবু শ্বশুড়-শাশুড়ির সঙ্গে দেখা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
হবু শ্বশুড়-শাশুড়ির সঙ্গে দেখা টেলর সুইফট ও টম হিডলস্টোন

নতুন প্রেমিক টম হিডলস্টনকে মা-বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মার্কিন পপতারকা টেলর সুইফট। গত ২৩ জুন বিকেলে হলিউডের এই অভিনেতাকে নিয়ে ন্যাশভিলেতে নিজেদের বাড়িতে যান তিনি।

খবর পিপল ম্যাগাজিনের।

জানা গেছে, ‘ব্যাড ব্লাড’ তারকা সুইফট ওইদিন দুপুরে বাবা স্কট ও মা আন্ড্রিয়াকে নিয়ে খেতে বেরিয়েছিলেন। খানাপিনা শেষে তাদেরকে বাড়িতে নিয়ে আসেন ২৬ বছর বয়সী এই তারকা। এখানে আগে থেকে অপেক্ষা করছিলেন টম।

সুইফটের সঙ্গে তার শহরে ঘুরে বেড়ানোতে ব্যস্ত দিন কাটিয়েছেন ৩৫ বছর বয়সী হিডেলস্টন। গত সপ্তাহে ন্যাশভিলের ব্রিজেস্টোন অ্যারেনা কনসার্টে অন্তরঙ্গভাবে নাচতে দেখা গেছে তাদেরকে।

এদিকে প্রেমিকের মায়ের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্যে গিয়েছিলেন সুইফট। ‘থর’ তারকা তার মা ডায়ানা ও ২৬ বছর বয়সী এই তারকার সঙ্গে পুরো একদিন সময় কাটিয়েছেন। নিজে শৈশব থেকে কোথায় বেড়ে উঠেছেন তা প্রেমিকাকে ঘুরে দেখানোর ইচ্ছা ছিলো টমের। জাগুয়ার গাড়িতে চড়ে শহরে নিজের প্রিয় জায়গাগুলোও সুইফটকে দেখিয়েছেন তিনি।

সব মিলিয়ে খুব দ্রুত নিজেদের সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন সুইফট ও হিডলস্টোন। কিছুদিন আগে স্কটিশ ডিজে ক্যালভিন হ্যারিসের সঙ্গে ছাড়াছাড়ি হয় সুইফটের। এরপরই টমের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।