ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বাবা হলেন তুষার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
বাবা হলেন তুষার তুষার কাপুর

বিয়ের পিঁড়িতে এখনো বসেননি তুষার কাপুর। কিন্তু পুত্রসন্তানের বাবা হয়ে গেছেন তিনি! কৃত্রিম উপায়ে (আইভিএফ পদ্ধতিতে) বাবা হয়েছেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা।

বলিউডের এই নায়ক না-কি সবসময় তার বন্ধুদের সঙ্গে আলোচনা করতেন ৪০ বছরের আগে সন্তান দত্তক নেবেন অথবা সারোগেসি উপায়ে বাবা হবেন।

‘গোলমাল’খ্যাত এই তারকা তার পুত্র সন্তানের নাম রেখেছেন লক্ষ্য। ছেলের সুস্থতার কথা জানিয়ে তুষার বলেন, ‘আমি বাবা হয়ে বেশ রোমাঞ্চিত। পিতৃত্বের নানা গুণাবলি এখন আমার হৃদয় এবং মন নিয়ন্ত্রণ করছে। লক্ষ্যকে পেয়ে কতোটা খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। সে এখন আমার আনন্দের সবচেয়ে বড় উৎস। সৃষ্টিকর্তার মহানুভবতায় এবং জাসলোক হাসপাতালের ডাক্তারদের কল্যাণে পিতৃত্বের স্বাদ পাওয়া সম্ভব হয়েছে। ’

এদিকে তুষার কাপুরের বাবা হওয়ার খবরে আনন্দ প্রকাশ করেছেন বাবা জিতেন্দ্র ও মা শোভা। এক বিবৃতিতে তারা বলেন, ‘লক্ষ্যর দাদা-দাদি হতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আমরা তুষারের এই সিদ্ধান্তের সঙ্গে সম্পূর্ণ একমত। এটি সত্যিই আমাদের জীবনে চরম একটি আনন্দঘন মুহূর্ত। তুষার আমাদের আদর্শ ছেলে। সে লক্ষ্যর বাবা হয়ে দায়িত্ববান, স্বাধীনচেতা এবং মহানুভব হৃদয়ের পরিচয় দিয়েছে। ’   

জাসলোক হাসপাতালের আইভিএম এবং জেনেটিক বিভাগের পরিচালক ডা. ফিরুজা পারিখ বলেন, ‘আমি তুষারের বাবা হওয়ার দৃঢ়সংকল্প দেখে মুগ্ধ হয়েছি। তিনি প্রতিটি মুহূর্ত সন্তানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। তিনি নিশ্চিত একজন সংবেদনশীল এবং যত্নবান বাবা হতে পারবেন। ’

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।