ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অজয়ের ছবির বিপণন প্রধান কাজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
অজয়ের ছবির বিপণন প্রধান কাজল কাজল ও অজয় দেবগণ

ক্যামেরার সামনে বিভিন্ন চরিত্র ফুটিয়ে তুলতেই এতোদিন কাজ করেছেন বলিউড অভিনেত্রী কাজল। এবার অন্যরকম ব্যাপার ঘটছে।

স্বামী অজয় দেবগণ পরিচালিত ‘শিবায়’ ছবির জন্য পর্দার অন্তরালে কাজ করার আগ্রহ দেখিয়েছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী।

পরিচালনার পাশাপাশি ‘শিবায়’-এ অভিনয়ও করেছেন অজয়। সহ-প্রযোজকও তিনি। ফলে দম ফেলার ফুরসত নেই তার। তাই ছবিটির বিপণনে যুক্ত হয়েছেন অজয়পত্নী কাজল। সংশ্লিষ্ট একটি সূত্র জানান, বিপণন ও প্রচারণামূলক কর্মসূচিতে সামনে থেকে কাজ করবেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে চিন্তাভাবনা ও সেগুলো সম্পন্ন করার ক্ষেত্রে নেতৃত্ব দেবেন কাজল। বিভিন্ন শহরে প্রচারণাসহ প্রতিটি বিষয়ে হাত থাকবে তার।

‘শিবায়’ হলো অজয়ের স্বপ্নের ছবি। তাই এর সাফল্যের জন্য কোমর বেঁধে নামতে যাচ্ছেন কাজল। ছবিটির দৃশ্যধারণ হয়েছে বুলগেরিয়ায়। এতে অজয়ের বিপরীতে রূপালি পর্দায় অভিষেক হচ্ছে দিলীপ কুমারের নাতনি সায়েশার।

বেশ কয়েক বছর বিরতির পর গত ডিসেম্বরে রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় ফেরেন কাজল। এতে তিনি অভিনয় করেন সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।