ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কাজপাগল ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
কাজপাগল ক্যাটরিনা ক্যাটরিনা কাইফ

ওয়ার্ল্ড ট্যুরের জন্য প্রস্তুত হচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নির্মাতা করণ জোহরের নেতৃত্বে এ বছরের আগস্টে যাত্রা শুরু করবেন তিনি।

সঙ্গে থাকবেন অভিনেত্রী আলিয়া ভাট, পরিণীতি চোপড়া, অভিনেতা বরুণ ধাওয়ান, আদিত্য রয় কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা।

ক্যাটরিনা এখন দুটি ছবির কাজ করছেন। এরপর বিরতি না নিয়েই বলিউডে নিজের কাছের বন্ধুদের সঙ্গে ওয়ার্ল্ড ট্যুরে বেরোবেন তিনি। ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গত এপ্রিল থেকেই ব্যস্ত ক্যাটরিনা। প্রথমে থাইল্যান্ডে একটি ছবির কাজ করে ওই মাসের শেষ সপ্তাহে মুম্বাই ফেরেন তিনি। এরপর থেকে অনুরাগ বসুর পরিচালনায় রণবীর কাপুরের সঙ্গে ‘জাগ্গা জাসুস’-এর কাজে ব্যস্ত ৩২ বছর বয়সী এই অভিনেত্রী।

একই সঙ্গে অংশ নিয়েছেন ওয়ার্ল্ড ট্যুরের মহড়ায়। শুটিং শেষ হলে ঘরে ফেরার আগে মহড়া করছেন ক্যাট। এ কারণে দিনে ২০ ঘণ্টা কাজে থাকতে হয়েছে তাকে। অবশ্য ‘ধুম থ্রি’ তারকা কাজপাগল মেয়ে। এই ছুটে চলাটা উপভোগই করছেন তিনি। বিশেষ করে ট্যুরটি নিয়ে ক্যাট উচ্ছ্বসিত। যুক্তরাষ্ট্র ও কানাডার ছয়টি শহরে হবে অনুষ্ঠানগুলো। প্রতিটির দৈর্ঘ্য তিন ঘণ্টা করে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।