ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ধূমপানবিরোধী বিজ্ঞাপনে বিবেক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
ধূমপানবিরোধী বিজ্ঞাপনে বিবেক বিবেক ওবেরয়

ধূমপান থেকে বিরত থাকার আহ্বান জানাতে ‘নো স্মোকিং’ শিরোনামের একটি বিজ্ঞাপনে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। তিনি নিজেই এটি প্রযোজনা করছেন।

আগামী মাসে এর চিত্রায়ন হবে।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি দেওয়া হবে বিজ্ঞাপনটি। বিবেকের আশা, বিভিন্ন প্রেক্ষাগৃহেও চালানো যাবে এটি। ৩৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘তামাক ও ধূমপান দীর্ঘায়ুর ক্ষেত্রে অন্তরায়। ফলে ধূমপান থেকে বিরত থাকার দিকে আমাদের জোর দিতে হবে। ’

কয়েক বছর ধরে ক্যানসার প্যাশেন্টস এইড অ্যাসোসিয়েশনের (সিপিএএ) সঙ্গে কাজ করছেন বিবেক। এর ফলে বিজ্ঞাপনের মাধ্যমে ধূমপানবিরোধী বিজ্ঞাপনের ভাবনা এসেছে তার মাথায়।

এদিকে বিবেকের নতুন ছবি ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ মুক্তি পাবে আগামী ২২ জুলাই। এটি হলো তারই অভিনীত ‘মাস্তি’ সিরিজের তৃতীয় কিস্তি। ইন্দ্র কুমারের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি, উর্বশী রাউতেলা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।