ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বাঁধনকে খুঁজে পাওয়া যাচ্ছে না!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
বাঁধনকে খুঁজে পাওয়া যাচ্ছে না!

অভিনেত্রী বাঁধন নিখোঁজ! কাউকে কিছু না বলে বাসা থেকে হঠাৎ বেরিয়ে যান তিনি। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

‘মুখোশ’ নামের একটি নাটকের গল্পে দেখা যাবে এ দৃশ্য।

বাঁধন অভিনয় করেছেন পরিবারের আদরের বউমা চরিত্রে। একদিন সকালে বাসা থেকে বেরিয়ে তিনি কারও সঙ্গে যোগাযোগ করেন না ২৪ ঘণ্টা। এরপর পরিবারের প্রিয় মানুষগুলো ধীরে ধীরে বদলে যেতে থাকে। মুখোশ খুলতে থাকে সবার।

নাটকটিতে বাঁধন অভিনয় করেছেন অভিনেতা সজলের সঙ্গে। অনেকদিন পর এ জুটিকে দেখা যাবে একসঙ্গে। এ ছাড়াও আছেন মাহবুবা রেজানুর, সাহানা সুমী, সুকর্ন হাসান, সাজিনসহ অনেকে। চ্যানেল আইতে ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটকটি।

নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন রেজানুর রহমান। তিনি বলেন, “বাবা-মা, ভাইবোন, ভাবী-ননদ আরও কিছু আত্মীয়-স্বজন নিয়ে গড়ে ওঠে একটি পরিবার। আর পরিবার তখনই সুখের হয় যখন বিশ্বাসের গাঁথুনিটা থাকে বেশ শক্ত। ‘মুখোশ’-এ সেই বক্তব্য রয়েছে। ”

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।