ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সম্রাটের চোখে ধূলো দেবে কে? (ভিডিও) 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
সম্রাটের চোখে ধূলো দেবে কে? (ভিডিও)  ‘সম্রাট’ ছবিতে শাকিব খান

চারদিকে শাকিব খানের গুণ-কীর্তন। কারণ একটাই।

রূপালি পর্দার ঈদ বিনোদনের পুরোটাই তার দখলে। শাকিব হাসলে দর্শক হাসবে, শাকিব কাঁদলে তারা কাঁদবে। ঈদের চার ছবির তিনটির নায়কই জনপ্রিয় এই নায়ক। এর মধ্যে অন্যতম ‘সম্রাট-দ্য কিং ইজ হিয়ার’। ‘সম্রাটের চোখে ধুলো দেবে কে?’- এমন চ্যালেঞ্জ নিয়ে এলো ছবিটির ট্রেলার।  

সোমবার (২৮ জুন) রাতে প্রকাশিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’ ছবির ট্রেলারটি নজর কেড়েছে। চলচ্চিত্রাঙ্গনে এখন এ নিয়েই আলোচনা। সবাই একমত, শাকিব অভিনীত ঈদের অন্য দুই ছবি ‘শিকারী’ ও ‘মেন্টাল’-এর সঙ্গে পাল্লা দিতেই বুঝি ‘সম্রাট’ এলো!

ছবিটিতে শাকিব খান, মিশা সওদাগর ও কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্তকে ঘিরে মাফিয়ার রাজ্যের দ্বন্দ্ব জমে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। প্রতিপক্ষ চায় সম্রাটকে যে কোনোভাবেই সর্বস্বান্ত করতে। সে লক্ষ্য সফল করতে তারা একের পর এক চাল দেয়। এই চালের মধ্যে পড়েন ছবিটির অন্যতম আকর্ষণ অপু বিশ্বাস।  

ঈদে শাকিব অভিনীত ‘সম্রাট’ (অপু বিশ্বাস), ‘শিকারী’ (শ্রাবন্তী), ‘মেন্টাল’ (তিশা, আঁচল, পড়শি) এই তিন ছবির সঙ্গে লড়বে জিতের ছবি ‘বাদশা’ (নুসরাত ফারিয়া)। প্রকৃতপক্ষে কিং খানের প্রতিপক্ষ জিৎ নাকি তিনি নিজেই, সেটা বোঝা যাবে ঈদের পর।

* ‘সম্রাট’ ছবির ট্রেলার: 

বাংলাদেশ সময়: ১৮০২  ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।