ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

দু’জনের ভালোবাসাবাসির গল্প 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
দু’জনের ভালোবাসাবাসির গল্প  আলমগীর ও রুনা লায়লা

রাত দুপুরে ঘুম থেকে ডেকে তুলে রুনা লায়লাকে গান শোনান আলমগীর! এটা একটা উদাহরণ মাত্র। ভালোবাসা ও খুঁনসুটির নিদর্শন।

তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লার দৈনন্দিন রুটিন এমনই, ভালোবাসায় ঘেরা।  

তাদের তুলনা তারা নিজেই। স্বীয়কর্ম দিয়ে প্রতিনিয়ত নিজেদের ছাড়িয়ে গেছেন। উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা ও সফল চিত্রনায়ক আলমগীরকে নিয়ে তৈরি হয়েছে বিশেষ আড্ডানুষ্ঠান ‘ভালোবাসার স্বপ্নে ঘেরা’।  

এই অনুষ্ঠানেই রুনা-আলমগীর একে অপরকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন। উপস্থাপনা করেছেন চিত্রনায়ক ফেরদৌস। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় ‘ভালোবাসার স্বপ্নে ঘেরা’ ঈদের দ্বিতীয় দিন বিকেল সাড়ে ৫টা প্রচার হবে আরটিভিতে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।