ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘ঢিশুম’ সারপ্রাইজ পরিণীতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
‘ঢিশুম’ সারপ্রাইজ পরিণীতি পরিণীতি চোপড়া

‘ঢিশুম’ ছবির জন্য বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে একটি আইটেম গানে নাচবেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। ২৭ বছর বয়সী এই অভিনেত্রীকে নিয়ে এখন মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে এর চিত্রায়ন হচ্ছে।

প্রযোজক সাজিদ নাদিয়াড়ওয়ালা এক বিবৃতিতে বলেন, ‘ঝলমলে সেটে বরুণ-পরিণীতির রসায়ন দেখানো হচ্ছে এই গানে। এটি আগাগোড়া নাচের গান। পরিণীতিকে পেয়ে পুরো টিম খুব খুশি। ’

এদিকে স্টুডিওর বাইরে কড়া পাহারা রাখা হয়েছে। পরিণীতি ও বরুণকে গানটিতে কেমন দেখাবে তা কোনোভাবেই ফাঁস হতে দিতে চান না নির্মাতারা। তাই ভেতরে মোবাইল বা ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই।

রোহিত ধাওয়ান পরিচালিত ‘ঢিশুম’ ছবিতে আরও অভিনয় করেছেন জন অ্যাব্রাহাম ও জ্যাকলিন ফার্নান্দেজ। ভারত-পাকিস্তান ম্যাচের প্রাক্কালে অপহৃত ভারতের সবচেয়ে দামি খেলোয়াড়কে উদ্ধারে নিয়োজিত দুই পুলিশ কবির ও জুনায়েদকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবিটি। আগামী ২৯ জুলাই মুক্তি পাবে এটি।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।