ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ব্যক্তিজীবনেও টমবয় অপর্ণা! (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
ব্যক্তিজীবনেও টমবয় অপর্ণা! (ভিডিও) ‘টমবয়’ নাটকের দৃশ্যে অপর্ণা ঘোষ ও জোভান

‘এই এলাকায় থাকতে হলে প্রথমে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস আর ফোন নাম্বার দিতে হয়। কী কথা কানে যায় না? ওই কানের নিচে একটা…’- কথাটা শেষ না করে চড় দেখালেন অপর্ণা ঘোষ।

ভড়কে গেলেন জোভান। ব্যাপার কী?

এটি একটি নাটকের দৃশ্য। এতে টমবয়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী অপর্ণা ঘোষকে। নাজনীন হাসান চুমকির রচনা ও পরিচালনায় ‘টমবয়’ ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ৮টায় প্রচার হবে দীপ্ত টিভিতে।

বাংলানিউজের সঙ্গে আলাপে বুধবার (২৯ জুন) অপর্ণা ঘোষ নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ‘ব্যক্তিজীবনেও আমি টমবয় প্রকৃতির। কাজ করতে গিয়ে বেশি বেগ পেতে হয়নি। অবশ্য এর আগেও একই চরিত্রে অভিনয় করেছিলাম একটি ধারাবাহিকে (টক অব দ্য টাউন)। সব মিলিয়ে নতুন নাটকটি সবার কাছে উপভোগ্য মনে হবে। ’

অপর্ণা জানান, ‘টমবয়’ ছাড়াও ঈদের আরও কয়েকটি নাটকে থাকছেন তিনি। সংখ্যা নয়, কাজের মান নিয়ে বিশ্বাসী দুই পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।


* ‘টমবয়’ নাটকের প্রমো দেখতে এখানে ক্লিক করুন:
 

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।