ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শ্রাবন্তীর বাগদান ৮ জুলাই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
শ্রাবন্তীর বাগদান ৮ জুলাই শ্রাবন্তী-ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈদে দুই বাংলায় মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি শ্রাবন্তী অভিনীত ‘শিকারী’। এতে ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে দেখা যাবে তাকে।

ক'দিন আগে এর ‘উঠ ছুড়ি তোর বিয়ে হবে’ শিরোনামের একটি গানের ভিডিও এসেছে ইউটিউবে। বাস্তবেও ঈদের পরপরই ২৭ বছর বয়সী এই অভিনেত্রী বিয়ের পথে একধাপ এগোবেন।

আগামী ৮ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রেমিক সুপারমডেল কৃষাণ ব্রজের সঙ্গে বাগদান করবেন শ্রাবন্তী। উপহার হিসেবে পরস্পরকে দেওয়ার জন্য উভয়ে হীরের আংটি কিনেছেন। বাগদান অনুষ্ঠানে ‘এগিয়ে দে’, ‘ও মাই লাভ’-এর মতো শ্রাবন্তী অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় গানের তালে তার সঙ্গে কৃষাণও নাচবেন।

৩৬তম বঙ্গ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন শ্রাবন্তী। রওনা দেওয়ার আগে টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলে গেছেন, ‘আমি আগামী ৬ জুলাই ফিরবো। এর দুই দিন পর ৮ জুলাই আমার বাগদান হবে। তাই আমার পরিবার সব প্রস্তুতি নিচ্ছে। ওইদিন সকালে বাড়িতে পূজা হবে। তখন বাবার দেওয়া লাল শাড়ি পরবো। ’

আংটিবদলের পর বেড়াতে ইউরোপ যাবেন শ্রাবন্তী ও কৃষাণ। তবে বাগদানের পরপরই তারা পা রাখবেন বৈষ্ণ দেবীতে। সেখানেই দু'জনে একে অপরকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তারা সাতপাকে বাঁধা পড়বেন আগামী বছর।

* ‘শিকারী’ ছবির ‘​হারাবো তোকে' গানের ভিডিও : 


* ‘শিকারী’ ছবির ‘উঠ ছুড়ি তোর বিয়ে হবে’ গানের ভিডিও :

বাংলাদেশ সময় : ১৪৪৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।