ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘তোমার গল্পে সবার ঈদ’ প্রতিযোগিতার সেরা ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
‘তোমার গল্পে সবার ঈদ’ প্রতিযোগিতার সেরা ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘লেখো গল্প, হও নাট্যকার’ স্লোগান নিয়ে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো ‘তোমার গল্পে সবার ঈদ’ প্রতিযোগিতা। এতে নির্বাচিত পাঁচটি গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক।

বুধবার (২৯ জুন) বিকেলে ঢাকার ফার্মগেটের একটি ভবনে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। নতুন নাট্যকারদের প্রত্যেককে তিনি ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন। বিজয়ীরা নিজেদের অনুভূতি জানান।

নির্বাচিত গল্পের মধ্যে সেরা হয়েছে আসিফ ইমতিয়াজের ‘এফএম মাইক’। এটি পরিচালনা করেছেন মারুফ মিঠু। দ্বিতীয় হওয়া মোঃ সাকিব চৌধুরীর  ‘শর্ত প্রযোজ্য’র পরিচালক মাহমুদ দিদার। তৃতীয় স্থান পেয়েছে মোঃ ইলিয়াস নাহিদের ‘বাইক্কা সেলিম বাকি চাহিয়া লজ্জা দিবেন না’ (নাট্যরূপ ও পরিচালনায় হাসান মোর্শেদ)।   চতুর্থ হয়েছে হুমায়ূন রশিদের ‘বড় বিদ্যা ভালো নয়’ অবলম্বণে ‘লাগেজ’ (পরিচালক আরিফ এ আহনাফ)। পঞ্চম হওয়া তামিম রহমানের গল্প অবলম্বনে নাটক ‘চাই শিক্ষিত চোর পাত্র’ পরিচালনা করেছেন সকাল আহমেদ।

এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিলো ‘পরিপূর্ণ হাসির বিশুদ্ধ নাটক’। সারাদেশ থেকে ১১ হাজার ৪২৩টি গল্প জমা পড়েছিলো। এর মধ্যে পাঁচটি গল্প নির্বাচন করা হয় নাটকের জন্য।   বিচারক হিসেবে ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন ও আনিসুল হক। প্রাথমিক বিচারক হিসেবে ছিলেন নাট্যকার গাজী রাকায়েত ও কায়েস চৌধুরী।

যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে প্রাণ আরএফএলের পানি বিশুদ্ধকরণ উপকরণ ড্রিংক ইট ও বৈশাখী টেলিভিশন। আয়োজকরা জানান, এর মূল উদ্দেশ্য ভালো নাটকের মাধ্যমে ভালো বিনোদন এবং নতুন ও তরুণ লেখক সৃষ্টি। বিজয়ী নাট্যকারদের নাটকগুলো ঈদে বৈশাখী টিভিতে ঈদের দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
টিএস/জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।