ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ষাটের দশক, নন্দিনীর সংলাপ ও ঝুমুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
ষাটের দশক, নন্দিনীর সংলাপ ও ঝুমুর ‘অসময়ের লিরিক’ নাটকের দৃশ্য

‘ষাটের দশকের সাজ পোষাকে বিজ্ঞাপন করলেও নাটকে অভিনয় করা হয়নি। শুটিংয়ের সময় সবার কাছ থেকে প্রশংসা পেয়েছি।

কাজ করেছি মঞ্চের আবহে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। ’ নাফিসা কামাল ঝুমুর এমনটি বলছিলেন নতুন একটি নাটকে কাজ করার পর।  

হেনা ও মুহিদ একসঙ্গে অভিনয় করে থিয়েটারে। থিয়েটারের কাজের সুবাদে প্রেম হয় ওদের। এক সময় দেখা যায় মঞ্চে তাদের জুটি ছাড়া নাটক জমছে না। কিন্তু একদিন ভেঙে যায় প্রেম। দু’জনের আলাদা সংসার হয়। সংসারের চাপে তারা একসময় অতীতকে ভুলতেও শুরু করে। একদিন হেনার স্মৃতিতে সবই ফিরে আসে, নাতনিদের গল্প বলার সময়।

‘অসময়ের লিরিক’ নামে নাটকে এভাবেই হাজির হয়েছেন ‍ঝুমুর। তিনি জানান, নাটকে কেন্দ্রীয় চরিত্রে আছেন দিলারা জামান ও হাসান ইমাম। হেনা আর মুহিদ তারাই।  হেনার তরুণ বয়সের চরিত্রে  আছেন ঝুমুর। আর মুহিদ হয়েছেন হাসনাত রিপন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গৌতম কৌরী।

ঝুমুর বলেন, ‘নাটকটিতে আরেকটি ব্যাপার ঘটেছে, যেটা আমার ভালো লেগেছে। বেশির ভাগ  দৃশ্যে  কবিগুরুর রক্তকরবী নাটকের  ‘নন্দিনীর’  সংলাপ বলেছি। কাজ  করতে  গিয়ে অনেক  কিছু  শিখেছি। একটু ভিন্ন আঙ্গিকের নাটকটি দর্শক দীর্ঘদিন মনে রাখবেন বলে আমার বিশ্বাস। ’  

পরিচালক জানান, ‘অসময়ের লিরিক’ ঈদের দিন  গাজী টিভিতে সাড়ে ৮ টার প্রচার করা  হবে।

বাংলাদেশ সময়:  ১৪৫১ ঘণ্টা , জুন ৩০, ২০১৬
টিএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।