ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

পরবাসী সিয়ামের নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
পরবাসী সিয়ামের নাটক ‘কাকতারুয়ার প্রেম’ নাটকের দৃশ্য

সিয়াম আহমেদ টিভিসি ও নাটকের পরিচিত মুখ। ‘ভালোবাসা ১০১’ নাটকে সফল অভিনয়ের পর তার ব্যস্ততা বাড়তে শুরু করে।

অভিনয় ধ্যান-জ্ঞান হলেও আরেকটি স্বপ্নের ডাকে সাড়া দিতে দেশ ছাড়তে হয়েছে তাকে। পড়াশোনার খাতিরে তিনি এখন আছেন অস্ট্রেলিয়ায়।  
ফেসবুকে কথা হয় সিয়ামের সঙ্গে।

তিনি জানান, অভিনয়ের দিনগুলো বেশ মিস করেন। আফসোস করে বলেন, ঈদে টিভিপর্দায় তাকে পাওয়া যাবে না। তবে ১ জুলাই রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে তার ‘কাকতারুয়ার প্রেম’ নাটকটি। আসাদুজ্জামান সোহাগের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান জনি।  নাটকটিতে আরও আছেন জিয়াউল ফারুক অপূর্ব, নাজিরা মৌ, শারলিন ফারজানা, আয়েশা আহম্মেদ প্রেমা, কাজী উজ্জ্বল প্রমূখ।  

নাটকের গল্পে দেখা যাবে, ফারিয়া (শারলিন), অপু (সিয়াম) ও রাতিশা (নাজিরা মৌ) তিন বন্ধু। হঠাৎ ফারিয়ার মনে হতে থাকে যে, সে বুঝি অপুকে ভালোবাসতে শুরু করেছে। একটা সময় আসে যখন ফারিয়া তার মনের কথা ইশারায় প্রকাশ করতে চায়। কিন্তু তার সেই আবেগকে অপু হেসে উড়িয়ে দেয়। অপু যে ধরনের মেয়েকে প্রেমিকা বা বৌ হিসেবে পছন্দ করে ফারিয়া তেমন নয়। সে কিছুটা টমবয় প্রকৃতির।

এক সময় পারিবারিকভাবে ফারিয়াকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। আদির (অপূর্ব) সঙ্গে ফারিয়ার বিয়েও ঠিক হয়। সাক্ষাতে ফারিয়া অপুর প্রতি ভালোলাগার কথা বলে। আদি বুঝতে পারে বিষয়টা। বিয়ে নয়, বন্ধুত্বের দিকে এগিয়ে চলে ওদের সম্পর্ক।     

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
টিএস/এসও
        
                 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।