ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

১৪ বছরে এনটিভি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
১৪ বছরে এনটিভি

আগামী ৩ জুলাই ২০১৬ দেশের জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ১৪ বছরে পদার্পণ করছে। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি।

ঠিক পরের বছর ১ জানুয়ারি থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি। দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভিই সর্বপ্রথম ২০১১ সালের ৮ সেপ্টেম্বর অর্জন করে আইএসও সনদ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

৩ জুলাই ভোর ৬টা৫৫ মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘পাঁচ তারকার গান’। মোহাম্মদ নূরুজ্জামানের প্রযোজনায় এই অনুষ্ঠানে স্বকন্ঠে মৌলিক গান পরিবেশন করেছেন জনপ্রিয় অভিনেত্রী দিতি, মৌসুমী, বিদ্যা সিনহা সাহা মিম, ঈশিতা ও মিথিলা। সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’। জাকির হোসেন রাজুর পরিচালনায় অভিনয় করেছেন শাবনূর, পূর্ণিমা, রিয়াজ, মিশা সওদাগর প্রমুখ। দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘সময় চুরি’। মুশফিকুর রহমান মঞ্জুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা। অভিনয় করেছেন তাহসান, মিথিলা, শামীমা নাজনীন, আবুল হায়াত, ব্রিটিশ অভিনেত্রী ইয়াসমিন প্রমুখ।

এনটিভির নির্বাহী (অনুষ্ঠান ও যোগাযোগ) পাভেল ইসলাম জানান, এদিনের অায়োজনে রাত ৮টায় স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে কেক কাটার অনুষ্ঠান। আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাংবাদিক জহিরুল আলম। অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ, শিল্পী-কলাকুশলী, বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটর, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এনটিভির সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘এই দিনের অপেক্ষায়’। মানস পালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এহসান এলাহী বাপ্পী। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, রিচি সোলায়মান, সাব্বির আহমেদ, তাসনুভা তিশা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।