ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শুভ্র দেব ও মুন্নীর ‘অনুরোধের গান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
শুভ্র দেব ও মুন্নীর ‘অনুরোধের গান’ শুভ্র দেব ও দিনাত জাহান মুন্নী

সংগীত ও কণ্ঠশিল্পীদের জনপ্রিয় গানের পসরা নিয়ে শুরু হলো নতুন একটি অনুষ্ঠান। বিটিভির জন্য নির্মিত সংগীত বিষয়ক এ আয়োজনে আলাপচারিতার ফাঁকে দু’জন শিল্পী শোনাবেন তাদের গাওয়া গান।

এ পর্বের শিল্পী শুভ্র দেব ও দিনাত জাহান মুন্নী। শুভ্র দেব গেয়ে শোনাবেন তার জনপ্রিয় তিন গান ‘যে বাঁশি ভেঙে গেছে’, ‘ভাবতে পারি না’, ‘সাদা কাগজের পাতায় পাতায়’। শুভ্র দেবের আরেক জনপ্রিয় গান ‘নীল চাঁদোয়া’ তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন মুন্নী।

মুন্নীর একক কণ্ঠে শোনা যাবে তার গাওয়া ‘ও প্রিয় আমি তোমার হতে চাই’ ও ‘সব কথা বলে না হৃদয়’। এ ছাড়া ‘এ কি সোনায় আলোয় জীবন’ গানটিও পরিবেশন করেছেন তিনি।

বিটিভিতে শুক্রবার (১ জুলাই) রাত সাড়ে ৯টায় প্রচার হবে ‘অনুরোধের গান’। ফৌজিয়া ইমার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. নাসির উদ্দিন।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।