ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকাইয়া মেয়ে অপর্ণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
ঢাকাইয়া মেয়ে অপর্ণা ‘দুঃখিত’ নাটকে আমিরুল হক চৌধুরী ও অপর্ণা ঘোষ

‘এবারই প্রথম কোনো নাটকে পুরান ঢাকার মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এজন্য আমাকে ঢাকাইয়া ভাষা শিখতে হয়েছে’- বাংলানিউজকে বলছিলেন অভিনেত্রী অপর্ণা ঘোষ।

‘দুঃখিত’ নামের একটি নাটকে কাজের অভিজ্ঞতা জানাচ্ছিলেন তিনি।  

গল্পে পুরান ঢাকার এক প্রভাবশালী যুবক সারাদিন হোন্ডাবাহিনী নিয়ে পুরো মহল্লায় ঘুরে বেড়ায় আর মানুষকে বোকা বানায়। এ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।  

কাহিনিতে দেখা যায়- ভূমিকম্পে পৃথিবী ধ্বংস হয়ে যাবে চঞ্চলের এমন গুজবের শিকার হন অপর্ণা ও তার বাবা। পরবর্তী সময়ে এ কারণে দুঃখ প্রকাশ করে অপর্ণা ও তার বাবাকে সবসময় দুঃখিত বলতে থাকেন তিনি। অহেতুক ‘দুঃখিত’ বলার কারণে অপর্ণা ও তার বাবা বিব্রতকর অবস্থার শিকার হন।  

নাটকটিতে আরও অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, মোঃ মঈন উদ্দিন প্রমুখ। লিখেছেন লিটু শাখাওয়াত, পরিচালনায় শিবলী শাখাওয়াত। ঈদের চতুর্থ দিন মাছরাঙা টেলিভিশনে রাত সাড়ে দশটায় প্রচার হবে ‘দুঃখিত’।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।