ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

নাটকটি দেখা যাবে ইউটিউবে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
নাটকটি দেখা যাবে ইউটিউবে  শবনম ফারিয়া ও ফাহিম

ঈদ উপলক্ষে টিভি চ্যানেলগুলোতে নতুন নাটক প্রচারের ধুম পড়ে যায়। এই রেসে আছেন শবনম ফারিয়াও।

তার কয়েকটি নাটক দেখা যাবে বোকাবাক্সে। তবে তার অভিনীত ‘ক্রেজি স্টুপিড লাভ’ তৈরি হয়েছে শুধুমাত্র ইউটিউবের জন্য। নাটকটিতে শবনমের নায়ক ফাহিম। তিনি একজন গায়ক।


শবনম ফারিয়া বলেন, ‘রোমান্টিক ঘরানার নাটকটির গল্প একটু অন্যরকম। ’ সম্প্রতি ঢাকার আশপাশের এলাকায় নাটকটির শুটিং হয়েছে।  এটি পরিচালনা করেছেন মারুফ হাসান প্রেমন।


ডেডলাইন ফিল্ম প্রোডাকশন হউসের ‘ক্রেজি স্টুপিড লাভ’ নাটকে আরও আছেন সুমন পাটোয়ারি, এমিলি জান্নাত, রাব্বি, রাশেদা চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।