ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘ভাই ভাই সাইকেল চালাই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
‘ভাই ভাই সাইকেল চালাই’ শাহরুখ খান ও সালমান খান

দীর্ঘদিন ধরে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের মধ্যে কথা বলাবলি বন্ধ ছিলো। দুই বছর আগে রমজান মাসে রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর ইফতার মাহফিলে বিভেদ ভুলে কোলাকুলি করেন তারা।

এরপর আর দূরত্বের দেয়াল রাখেননি দু'জনে।  

৫০ বছর বয়সী শাহরুখ ও সালমান এখন শুধু ভালো বন্ধুই নন, ফুরসত পেলে একসঙ্গেই হৈ-হুল্লোড়ও করেন তারা। ব্যস্ততার ফাঁকে সেদিন সকালে সল্লুকে নিয়ে সাইকেল চালাতে বের হন বলিউড বাদশা।  

এ মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন শাহরুখ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভাই ভাই সাইকেল চালাই। পরিবেশ দূষণ নেই। ভাই (সালমান) বলেছেন, ‘মাইকেল লাল সাইকেল লাল। ’

এদিকে সম্প্রতি সালমানের ‘সুলতান’ ছবির ‘বেবি কো বাস পসন্দ হ্যায়’ গানের দৃশ্যধারণ দেখতে গিয়েছিলেন শাহরুখ। যরাজ ফিল্মস প্রযোজিত ছবিটিতে কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে তাকে।  

অন্যদিকে শাহরুখের আগামী ছবি ‘রায়ীস’ মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারিতে। তবে এবারের রোজার ঈদেই এ দুটি ছবি একসঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু বক্স অফিসে সংঘর্ষ এড়াতে শাহরুখ নিজের ছবি পিছিয়ে দিতে অনুরোধ করেন প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানিকে।  

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।