ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ভক্তদের জন্য পিৎজা পাঠালেন রিয়ান্না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
ভক্তদের জন্য পিৎজা পাঠালেন রিয়ান্না রিয়ান্না

গায়িকা রিয়ান্নার কনসার্ট উপভোগ করতে এসে ভক্তরা ভেন্যুর বাইরে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছিলেন। তাদের জন্য বেশকিছু পিৎজা ও তোয়ালে পাঠালেন বারবাডোজের এই তারকা।

 

ক’দিন আগে ইংল্যান্ডের ম্যানচেস্টারে সংগীত পরিবেশনের কথা ছিলো ২৮ বছর বয়সী রিয়ান্নার। কিন্তু ভারি বৃষ্টিপাতের কারণে তা স্থগিত করা হয়। খবর ইউএস উইকলির।  

রিয়ান্নার অ্যান্টি ওয়ার্ল্ড ট্যুরের নামে টুইটারে একটি অ্যাকাউন্ট থেকে গত ২৯ জুন রাতে এক পোস্টে জানানো হয়েছে, কনসার্ট দেখতে দিনভর বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়েছিলেন অনেক ভক্ত। তাদের জন্য ২০ বাক্স পিৎজা আর কয়েকটি তোয়ালে পাঠিয়েছেন তিনি।  

ভক্তরাও প্রিয় তারকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন। তাদের মধ্যে এক ভক্ত একটি ছবি শেয়ার করে পোস্ট বলেছেন, ‘রিয়ান্নার জন্য সারাদিন অপেক্ষা করলাম। বিনিময়ে তিনি আমাদের জন্য পিৎজা পাঠালেন। ’  

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।