ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘ঈগলের চোখ’ ও জয়ার একঝলক (ট্রেলার)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
‘ঈগলের চোখ’ ও জয়ার একঝলক (ট্রেলার)

চলচ্চিত্র অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন ছিলো ১ জুলাই। এই দিনে ইউটিউবে প্রকাশিত হলো তার নতুন ছবি ‘ঈগলের চোখ’-এর ট্রেলার।

কলকাতার অরিন্দম শীল পরিচালনা করেছেন এটি।  

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোয়েন্দা উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটিতে গোয়েন্দা শবরের ভূমিকায় আছেন শাশ্বত চট্টোপাধ্যায়। গল্পের প্রধান চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। তার স্ত্রী হিসেবে দেখা গেছে জয়াকে। তার চরিত্রের নাম শিবাঙ্গী। রহস্য, উত্তেজনা, যৌনতা আর খুন-খারাবিতে ঠাসা ১ মিনিট ৪৮ সেকেন্ড ব্যাপ্তির ট্রেলারটি।  

‘ঈগলের চোখ’ ছবিতে আরও আছেন পায়েল সরকার, গৌরব চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার। ছবিটি প্রযোজনা করেছে ভেঙ্কটেশ ফিল্মস।  এর আগে অরিন্দম শীলের ‘আবর্ত’র মধ্য দিয়ে কলকাতার ছবিতে অভিষেক হয় জয়ার।

এদিকে কলকাতার নির্মাতার বানানো জয়া অভিনীত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘ভালোবাসার শহর’ মুক্তি পাচ্ছে ঈদে। কিছুদিন আগেই বেরিয়েছে এর ট্রেলার। ইন্দ্রনীল রায়চৌধুরীর পরিচালনায় এতে জয়ার সহশিল্পী ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকার।

সামনে ওপারের ‘কণ্ঠ’ ছবিতেও কাজ শুরু করবেন তিনি। আর দেশে নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’, আকরাম খানের ‘খাঁচা’, সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’ ছবিগুলো আছে তার হাতে। সব মিলিয়ে সময়টা জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীর জন্য সুখকর।

* ‘ঈগলের চোখ’ ছবির ট্রেলার : 

* ‘ভালোবাসার শহর’ ছবির ট্রেলার :

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬ 
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।