ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকার জন্য রাহুল বোস ও সোহার সমবেদনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
ঢাকার জন্য রাহুল বোস ও সোহার সমবেদনা সোহা আলি খান ও রাহুল বোস

ঢাকার গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান রেস্তোরাঁয় শুক্রবার (১ জুলাই) রাতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় উৎকণ্ঠার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেছেন বলিউড তারকারা।  

অভিনেতা রাহুল বোস, অভিনেত্রী সোহা আলি খান ও সুচিত্রা কৃষ্ণমূর্তি ঢাকা অ্যাটাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন।

তাদের মধ্যে রাহুল ঢাকায় আসার স্মৃতি রোমন্থন করেন। ৪৮ বছর বয়সী এই তারকা এখানে অভিনয় করেছেন রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে।  

রাহুল টুইটে উল্লেখ করেন, ‘‘২০১৪ সালে ঢাকায় এক সপ্তাহ কেটেছে আমার। ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির কাজ করতে গিয়ে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে উঠেছিলাম। কতো শান্তিপূর্ণ পরিস্থিতি দেখেছিলাম। পৃথিবী খুব দ্রুত বদলাতে পারে। আহত ও নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো। ’’ 

শনিবার (২ জুলাই) দুপুর ২টা ৮ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৮ মিনিট) ৩৭ বছর বয়সী সোহা টুইটে বলেছেন, ‘নিজেকে ঢাকার একজন মনে করে উৎকণ্ঠা হচ্ছে। প্রার্থনা রইলো শহরটির মানুষের জন্য। সন্ত্রাসীরা ভয়ভীতি ও বিভেদ ছড়ানোর অপচেষ্টায় ধর্মকে টেনে আনে, অপব্যবহার করে। তাদেরকে লক্ষ্য পূরণ করতে দেওয়া যায় না। ’

৪০ বছর বয়সী গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি শনিবার ভারতীয় সময় সকাল ৮টা ৪৯ মিনিটে লিখেছেন, ‘ঢাকা অ্যাটাকে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করি। ’ 

সশস্ত্র সন্ত্রাসীরা টানা ১০ ঘণ্টা রেস্তোরাঁয় অবস্থান করছিলো। হামলায় ২০ জন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। বাংলাদেশ সরকারের সশস্ত্র বাহিনীর অভিযানে জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ জনকে। এ ছাড়া হামলাকারী ছয়জন নিহত ও একজনকে আটক করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নৃশংস সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘এরা কী ধরনের মুসলমান? তাদের কোনো ধর্ম থাকতে পারে না। ’ 

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।