ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের দিন টিভিতে ‘সারাংশে তুমি’  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
ঈদের দিন টিভিতে ‘সারাংশে তুমি’  

জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের গাওয়া গান নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’। ঈদ উপলক্ষে ছবিটির টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।

এতে অভিনয় করেছেন অন্তু করিম ও রাহা তানহা খান।

জনপ্রিয় গায়িকা সামিনা চৌধুরী, ন্যানসি ও কলকাতার শুভমিতাকে নিয়ে কুমার বিশ্বজিতের গাওয়া আটটি দ্বৈত গান এবং গানের গল্প নিয়ে ছবিটি মুক্তি পাচ্ছে।

‘সারাংশে তুমি’র পরিচালক আশিকুর রহমান জানান, ঈদের দিন দুপর ১টায় একুশে টিভিতে প্রচার হবে এটি। গাজী মাজহারুল আনোয়ারের কাব্যিক চিত্রনাট্যে এর দৃশ্যধারণ হয়েছে দেশের গুরুত্বপূর্ণ ও দর্শনীয় বিভিন্ন স্থানে। ‘সারাংশে তুমি’ প্রযোজনা করেছে বাংলা ঢোল। বাংলা ঢোলের ইউটিউব চ্যানেলেও উপভোগ করা যাচ্ছে ছবিটি।   

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।