ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শিরি-ফরহাদ নয়, ইতি ফরহাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
শিরি-ফরহাদ নয়, ইতি ফরহাদ ’ইতি ফরহাদ’ নাটকের দৃশ্য

প্রাচীন ইরানি লোকগাঁথা ‘শিরি–ফরহাদ’-এর প্রেমকাহিনির কথা কে না জানে! কোনো ছেলের নাম রোমিও, মজনু কিংবা ফরহাদ শুনলেই প্রেমিক-প্রেমিক লাগে। তাই প্রেমের গল্পের বেলায় এর মধ্যে একটি বেছে সাধারণত নায়কের নাম রাখা হয়।

নাট্যকার ইমাম হোসেন শামীম ও পরিচালক গোলাম মোক্তাদির শান নির্বাচন করেছেন ফরহাদ নামটি। তাদের নাটকটির নাম ‘ইতি ফরহাদ’।

গল্পে দেখা যাবে, পুরান ঢাকার এক ব্যবসায়ীর দুই ছেলে-মেয়ে আব্বাস ও ইতি। আব্বাস রংবাজ প্রকৃতির। আর ইতি শান্ত প্রকৃতির মেয়ে। আব্বাসের বন্ধুর বন্ধু অন্য এলাকার বোকা তরুণ ফরহাদ। তাদের বন্ধুত্বের সুবাদে ফরহাদ ও ইতির পরিচয়। সেই পরিচয় থেকে প্রেম।

ফরহাদ চরিত্রে তৌসিফ মাহবুব ও ইতির ভূমিকায় অভিনয় করেছেন সাফা কবির। আব্বাস হিসেবে দেখা যাবে হাসনাত রিপনকে। এ ছাড়া আরও আছেন হারুনুর রশীদ, আমিরুল, দাউদ নূর প্রমুখ।

পরিচালক জানান, নাটকটির দৃশ্যধারণ হচ্ছে পুরান ঢাকায়। একটি দৃশ্যে স্থানীয় ঘুড়ি উৎসব সাকরাইন দেখানো হবে। ঈদে একুশে টিভিতে প্রচার হবে ‘ইতি ফরহাদ’।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬

টিএস/জেএইচ/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।