ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

স্বামীর সঙ্গে রানীর ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
স্বামীর সঙ্গে রানীর ছবি

ফ্রান্সের প্যারিসে ‘বেফিকরে’ ছবির সেটে এর পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তার অর্ধাঙ্গিনী বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। রণবীর সিং ও বাণী কাপুর অভিনীত ছবিটির দৃশ্যধারণ শেষে ইউনিটের সবাই জড়ো হয়ে একসঙ্গে ছবি তুলেছেন।

গত পাঁচ থেকে সাত মাস ধরে ছবিটির কাজে ফ্রান্সে আছেন আদিত্য। সেখানে শেষ দিনের শুটিংয়ে ছবি তোলার জন্য অন্যদের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় তাকিয়েছেন রানী ও আদিত্য। এই দম্পতি সাধারণত একসঙ্গে ছবি তোলা থেকে বিরত থাকেন। তাই স্থিরচিত্রটি ইন্টারনেটে আলোচিত হয়েছে।

ছবিটি ইন্টারনেটে ছেড়েছেন রণবীর সিং। এর একেবারে ওপরে বাঁ-দিকে আছেন রানী ও ৪৫ বছর বয়সী আদিত্য। এ ছাড়াও আছেন ৩৮ বছর বয়সী রানীর ঘনিষ্ঠ বন্ধু নৃত্য পরিচালক বৈভবী মার্চেন্ট।

২০১৪ সালের ২১ এপ্রিল ইতালিতে চুপিসারে বিয়ে করেন রানী ও আদিত্য। কিন্তু তাদের কোনো যুগল ছবি ইন্টারনেটে আসেনি। এবারই প্রথম একফ্রেমে পাওয়া গেলো এই তারকা দম্পতিকে। তাদের কন্যাসন্তান আদিরা জন্মেছে গত বছরের ডিসেম্বরে।

প্রেমের ছবি ‘বেফিকরে’র মাধ্যমে সাত বছর পর পরিচালনায় ফিরেছেন আদিত্য চোপড়া। এটি মুক্তি পাবে আগামী ৯ ডিসেম্বর। প্রয়াত নির্মাতা যশ চোপড়ার ৮৩তম জন্মদিনে ছবিটির ঘোষণা দেওয়া হয়।

সবশেষ ২০০৮ সালে বলিউড সুপারস্টার শাহরুখ খান ও আনুশকা শর্মা অভিনীত ‘রব নে বানা দি জোড়ি’ ছবিটি পরিচালনা করেন আদিত্য। তবে তিনি নিয়মিত প্রযোজনা করছেন।

যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হাম তুম’, ‘বীর জারা’, ‘ব্ল্যাক’, ‘মারদানি’র মতো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন রানী। এর সূত্রেই আদিত্যর সঙ্গে তার সখ্য।    

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।