ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাটরিনা ক্যাটরিনা কাইফ

তারকারা এখন নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মতামত জানান, ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। তবে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সেই দলের নন।

এ নিয়ে এতোদিন তার তেমন আগ্রহ ছিলো না। তবে অনলাইনের মজা আর মিস করতে চান না তিনি।

ক্যাটরিনা এখন বুঝতে পারছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমই এখন মতামত ও চিন্তাভাবনা প্রকাশের সবচেয়ে শক্তিশালী উপকরণ। তাই এতে যুক্ত হয়ে এর স্বাদ নিতে চান ৩২ বছর বয়সী এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমেই নিজের অভিনীত ‘বার বার দেখো’র প্রচারণা করবেন। এটি প্রচার হবে চলতি বছরের সেপ্টেম্বরে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আগামী ১৬ জুলাই নিজের জন্মদিনে ডিজিটাল বিশ্বে তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগ দেবেন। এ খবরে নিশ্চয়ই তার ভক্তকুল মহাখুশি।

একটি সূত্র জানিয়েছে, পেশার চেয়েও ব্যক্তিগত কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হচ্ছে ক্যাট। নিজের চাওয়ার কথা জানাতে ও ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের একটি প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা দেখছেন তিনি।

‘ফিতুর’ তারকা ক্যাটরিনা প্রথমে ফেসবুক ও ইনস্টাগ্রামে যোগ দেবেন। এরপর দরকার মনে করলে টুইটারে আসবেন তিনি। ম্যানেজার বা কোনো ডিজিটাল কোম্পানি নয়, নিজের অ্যাকাউন্ট নিজেই চালানোর পরিকল্পনা আছে তার।

নিত্য মেহরা পরিচালিত ‘বার বার দেখো’ ছবিতে ক্যাটরিনার সহশিল্পী সিদ্ধার্থ মালহোত্রা। অন্যদিকে প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ‘জাগ্গা জাসুস’ ছবির একটি প্রেমের গানে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

বাংলাদেম সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।