ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ছয় বছর পর ইমন ও মোনালিসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
ছয় বছর পর ইমন ও মোনালিসা মোনালিসা ও ইমন-ছবি: বিনোদ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দীর্ঘ ছয় বছর পর একসঙ্গে অভিনয় করলেন অভিনেতা ইমন ও মডেল-অভিনেত্রী মোনালিসা। ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামের একটি নাটকে দেখা যাবে তাদেরকে।

 

শনিবার (২ জুলাই) রাজধানীর উত্তরার স্বপ্নীল-২ বাড়িতে এর চিত্রায়ন শুরু হয়। রোববার (৩ জুলাই) সকাল থেকে কাজ হয়েছে কাওরান বাজারের একটি রেস্তোরাঁয়। এখানে কয়েক ঘণ্টা থাকার পর ইউনিট যায় সংসদ ভবনের সামনে।  

নাটকটিতে নাম ভূমিকায় দেখা যাবে ইমনকে। সবকিছুতেই তিনি খুঁতখুঁতে। কোনো মেয়ের সঙ্গে পরিচয় হলে তার মধ্যেও পরিপূর্ণতা খোঁজেন। তার এই স্বভাব এতোটাই মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যায় যে, তাকে সবাই মিস্টার পারফেকশনিস্ট বলে ডাকতে থাকে।  

একদিন ইমন রেস্তোরাঁয় খেতে গেলে তার খুঁতখুতে স্বভাবটি লক্ষ্য করেন মোনালিসা। একসময় তাদের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। মোনালিসা বোঝানো শুরু করে জীবনের সবক্ষেত্র নিখুঁত হয় না। পরিপূর্ণতার বাইরে গিয়েও জীবনকে অনেক ভালোভাবে সাজানো সম্ভব।

‘মিস্টার পারফেকশনিস্ট’ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর, পরিচালনায় রাশেদ রাহা। এ ছাড়াও আছেন শম্পা রেজা। ‘মিস্টার পারফেকশনিস্ট’ কোরবানির ঈদে প্রচার হবে মাছরাঙা টিভিতে।

ইমন ও মোনালিসা একটি নাটকেই কাজ করেন এর আগে, ২০১০ সালে প্রচারিত ‘টক ঝাল মিষ্টি’ নামের নাটকটির রচয়িতা রুম্মান রশীদ খান, পরিচালনা করেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।

এ প্রসঙ্গে মোনালিসা বাংলানিউজকে বলেন, ‘আমরা শুরুতে একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনে মডেল হয়েছিলাম। এরপর বেশ কয়েকটি নাটকেও কাজ করেছি। আমাদের প্রতিটি কাজই ছিল দর্শকপ্রিয়। এবারেরটিও দর্শকরা পছন্দ করবেন বলে মনে হচ্ছে। ’ 

ইমন বললেন, ‘প্রায় ছয় বছর পর মোনালিসার সঙ্গে অভিনয় করছি। এটা আমাদের দ্বিতীয় কাজ।  ও দীর্ঘদিন আমেরিকায় ছিলো। আমাদের জুটি অনেকদিন পর দেখে দর্শকদের ভালো লাগবে আশা করি। ’

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।