ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ভোরে সাইকেল চালানোর আগে রাতভর শাহরুখ-সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
ভোরে সাইকেল চালানোর আগে রাতভর শাহরুখ-সালমান

ইন্টারনেট দুনিয়ায় ‘ভাই ভাই’ শাহরুখ খান ও সালমান খানের একটি ছবি কয়েকদিন আগে ছড়িয়ে পড়ে। এতে দেখা যাচ্ছে, বলিউডের এই দুই সুপারস্টার বান্দ্রার পথে সাইকেল চালাচ্ছেন।

তাদের এই পরিকল্পনার আগে কি ঘটেছিলো এবার প্রকাশ্যে এলো তা।

জানা যায়, সেদিন বৃষ্টি ছিলো। শাহরুখ তখন একটি পণ্যের অনুষ্ঠানে ছিলেন। তিনিই সালমানকে ফোন করে তার কাছে যেতে বলেন। এরপর দু’জনে একসঙ্গে রাতের খাবার খেয়েছেন। মেন্যুতে ছিলো বিরিয়ানি, কাবাব ও সুস্বাদু সব খাবার। এরপর সারারাত আড্ডা দিয়ে কেটেছে তাদের।

ভোরে সাইকেল চালানোর পরামর্শ দেন সালমান। শাহরুখও এ প্রস্তাবে রাজি হয়ে যান। বলিউড বাদশা তখন তার জ্যেষ্ঠ পুত্র আরিয়ানকে তাদের সঙ্গে যোগ দিতে ডাকেন। বাবার ডাকে মান্নত থেকে সাইকেল চালিয়ে দুই খানের কাছে যান তিনি। সল্লু তার নিরাপত্তা কর্মীকে দিয়ে দুটি সাইকেল আনিয়ে নেন।

ভোর পৌনে ছয়টায় সাইকেল নিয়ে পথে নামেন শাহরুখ ও সালমান। তাদের পেছনে ছিলো একটি স্কুটি এবং সালমানের বিএমডব্লিউ। স্কুটিতে ছিলেন তার দুই দেহরক্ষী।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।