ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

তালগাছটি রিয়াজ নাকি তিশার?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
তালগাছটি রিয়াজ নাকি তিশার? রিয়াজ ও তিশা

‘আমি এতো কিছু বুঝিনা, তালগাছটি আমার’- এটা বলেছেন নুসরাত ইমরোজ তিশা। জবাবে রিয়াজ বলেছেন, ‘বিচার মানছি, বাট, তালগাছটা আমার’।

এমনই হাস্যরসাত্মক বিষয়কে উপপাদ্য করে তৈরি হয়েছে ঈদের নাটক। এতে দীর্ঘদিন পর জুটি বেঁধেছেন চিত্রনায়ক রিয়াজ ও তিশা।

চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘তিশার সঙ্গে অনেকদিন পর অভিনয় করেছি।  এবার কয়েকটি নাটকে কাজ করছি, গল্প ও সহশিল্পী তালিকায় বৈচিত্র্য আছে। তিশার সঙ্গে একটাই নাটক। ’

‘একটি তালগাছের গল্প’ নাটকে রিয়াজ ও তিশার পাশাপাশি আরও আছেন ডা. এজাজ, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন রাত ১১টায় আরটিভিতে প্রচার হবে ‘একটি তালগাছের গল্প’।  

নাটকটি পরিচালনা করছেন মাসুদ সেজান। পরিচালক জানান, নাটকটি বিরতিহীনভাবে দেখানো হবে। সিরিয়াস গল্পকে কৌতুকের মতো করে উপস্থাপন করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ‍জুলাই ০৪, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।