ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

গুলশান হামলার ঘটনায় সালমান খানের বাবার নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
গুলশান হামলার ঘটনায় সালমান খানের বাবার নিন্দা সেলিম খান

ঢাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় শোক ও নিন্দা জানাচ্ছেন বলিউড তারকারা। অভিনেতা ইরফান খান, রাহুল বোস, অভিনেত্রী সোহা আলি খান, গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি হতাহতদের জন্য সহানুভূতি জানিয়েছেন।

 

এবার এ ঘটনায় নিন্দা জানালেন বলিউড সুপারস্টার সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রোববার (৩ জুলাই) রাতে তিনি এ সংক্রান্ত বেশ কয়েকটি টুইট করেন।

নিরপরাধ মানুষকে হত্যার মতো অমানবিকতার নিন্দা জানাতে গিয়ে সেলিম খান লিখেছেন, ‘ঢাকা- বিশ্বজুড়ে নিয়মিত বিরতিতে এ ধরনের নারকীয় হত্যাকান্ডে জড়িত মানুষগুলো নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। ’ 

রোববার রাত সাতটা ৮ মিনিটে (ভারতীয় সময়) দ্বিতীয় টুইটে সেলিম খান জোরালোভাবে বলেন, ‘মুসলমান হতে গেলে মহানবী ও কোরআনের বাণী অনুসরণ করতে হয়। জানি না এই সন্ত্রাসীরা কী মেনে চলে। তবে হলফ করে বলতে পারি, তারা মোটেও ইসলাম অনুসরণ করে না। ’

তৃতীয় টুইটে সেলিম খান বলেন, ‘যদি কোনোভাবে তারা মুসলমান হয়ে থাকে তাহলে আমি হয়তো মুসলিম নই। ভুলে যাবেন না মহানবী বলে গেছেন- একজন মানুষকে হত্যা করা পুরো মানবতা হত্যার শামিল। ’

রাত সাতটা ৯ মিনিটে দেওয়া টুইটে সেলিম খান লিখেছেন, ‘এবারের ঈদে আসুন অঙ্গীকার করি, কাপুরুষোচিত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য আমরা প্রার্থনা করবো। ’

গত ১ জুলাই রাতে গুলশানে কূটনৈতিক এলাকায় হলি আর্টিজান বেকারিতে রাতের খাবার খেতে যাওয়া দেশি-বিদেশিদের জিম্মি করে একদল সন্ত্রাসী। এরপর তারিশি জৈন নামে এক ভারতীয় তরুণীসহ ২০ জনকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।  

* গুলশান ট্র্যাজেডিতে ইরফানের শোক

* ঢাকার জন্য রাহুল বোস ও সোহার সমবেদনা

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।