ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঈদ নিয়ে ৭ স্বল্পদৈর্ঘ্য ছবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
ঈদ নিয়ে ৭ স্বল্পদৈর্ঘ্য ছবি

ঈদ উৎসবকে ঘিরে ঘটে নানা ঘটনা। অনেক ধরনের গল্প চোখে পড়ে।

হাসি-কান্না, আনন্দ-বেদনা ও বাড়ি ফেরা প্রভৃতি বিষয়গুলো এবার তুলে ধরা হবে চলচ্চিত্রে। ঈদকে উপজীব্য করে তৈরি হচ্ছে ৭টি স্বল্পদৈর্ঘ্য ছবি। এগুলো  দেখা যাবে পপকর্ণ লাইভ ডট টিভি ও প্রাণ-ফ্রুটোর ইউটিউব চ্যানেলে।

 ‘ঈদ এক্সপ্রেস’ শিরোনামে প্রাণ-ফ্রুটোর সৌজন্যে পপকর্ণ লাইভ ডট টিভির ক্রিয়েটিভ টিম তৈরি করেছে ছবিগুলো। এগুলোতে অভিনয় করেছেন এ নাটকের জনপ্রিয় শিল্পীরা। এই তালিকায় আছেন আবুল হায়াত, নাদিয়া আহমেদ, ইলোরা গহর, দীপা খন্দকার, শাহেদ আলী সুজন, মুনিরা মিঠু, শবনম ফারিয়া, মিশু সাব্বির, এফএস নাঈম, অ্যালেন শুভ্র প্রমুখ।

এদিকে ভালোবাসা দিবসেও প্রাণ-ফ্রুটোর সৌজন্যে পপকর্ণ লাইভ ডট টিভি ক্রিয়েটিভ টিম প্রকাশ করে ভালোবাসার গল্প নিয়ে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এরই ধারাবাহিকতায় তৈরি হয়েছে ‘ঈদ এক্সপ্রেস’।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।