ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঈদ আয়োজন

অডিও বাজারে হাজার গান!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
অডিও বাজারে হাজার গান!

ঈদকে সামনে রেখে এসেছে অনেক একক ও মিশ্র অ্যালবাম, ইপি আর সিঙ্গেলস। সংখ্যার বিচারে এটা বেশ আশাব্যঞ্জক এই কারণে যে, কয়েক বছর ধরে নাজুক অডিও বাজারে অ্যালবাম তথা গান প্রকাশ কমেই গিয়েছিলো।

এখন মন্দাবস্থা কিছুটা হলেও কাটিয়ে উঠে শিল্পীদের পেছনে লগ্নি করার সাহস দেখাচ্ছে অডিও প্রতিষ্ঠানগুলো।  

নতুন-পুরনো মিলিয়ে দেশের অধিকাংশ শিল্পীই আছে ঈদের অডিও বাজারে। সিডির পাশাপাশি অ্যাপস, ইউটিউব ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে গানগুলো। সাউন্ডটেক, সিএমভি, সংগীতা, লেজার ভিশন, সিডি চয়েস, জি-সিরিজ, অগ্নিবীণা, গানচিল, আজব রেকর্ডস, সুরাঞ্জলি, অ্যাডবক্স, জিপি মিউজিক, রবি ইয়ন্ডার শ্রোতাদের জন্য সাজিয়েছে গানের পসরা।  

সাউন্ডটেক 
* মিতালী মুখার্জির একক অ্যালবাম
* ডলি সায়ন্তনীর একক অ্যালবাম
* আমার কোনো টেনশন নাই (বিপ্লব)
* ক্র্যাক প্লাটুন (অবসকিউর ব্যান্ড)
* আঁধার ঘরে আলো (তরুণ)
* তুই আমার সব (মমতাজ, পারভেজ ও কাজী শুভ)
* কালো প্রজাপতি (এফ এ সুমন, শফিক তুহিন ও কাজী শুভ)
* আমার প্রিয়জন (শিলা)
* পুনরুদ্ধার (ব্যান্ড মিশ্র)

জি সিরিজ
* দ্য হিট অ্যালবাম (মিশ্র অ্যালবাম)
* সাদাকালো (ফাহমিদা নব)।
* মনের ঘরে (এস আর সুমন)
* প্রবাসীর প্রিয়তমা (মাজহারুল আলম)
* তুমি হৃদয় জুড়ে (আরডি হিল্লোল)
* সাজু মেলা (সাজু) 
* অনুরূপের গান (মিশ্র অ্যালবাম)
* ভেবেছিলাম (মিতু কর্মকার)
* বধূয়া (এফএ সুমন)
* লাটিম (তানভীর আলম সজীব)
* চিটাগংয়ের গান-১ (সন্দীপন) 
* দীপ কোপালী (শাওন দাস) 
* চোখের জল (হাসান সিদ্দিকি) 
* চন্দ্রগ্রহণ (হিমেল হাসান) 
* এপার ওপার (স্বপ্নীল সজীব ও তুলিকা)
* জীবনগাড়ি (সঞ্জয় শীল)
* ছুটির দিনে (প্রেম)
* হিট অ্যালবাম-৫ (মিশ্র অ্যালবাম)
* তোমার কাছে যাবো (ওয়াসিম পাগলা)
* মানব জনম (রাজিব শাহ)
* নীড়ের পাখি (মঞ্জু রশিদ)
* নিত্য জ্ঞান (সাগর বাউল) 
* ও ভাই কানাই (চঞ্চল খান) 
* ওগো মিষ্টি মেয়ে (ফজলুল কবির)
* পোড়াচোখ (দিঠি আনোয়ার) 
* আমি যদি ভব হতাম (ভব)
* রাত (অভিষেক) 
* সময়ের কারাগার (ব্যান্ড অ্যালবাম)
* সুরের বাঁধনে (তানজিনা তমা) 

সিএমভি  
* রিদমিক কনা (কনা)
* আধেক তুমি (বাপ্পা মজুমদার ও ইমরান)
* ইপি অ্যালবাম-প্রথম ভালোবেসে (তাহসান, অদিত ও প্রীতম হাসান)
* মুসাফির (রুমি) 
* ঈর্ষা (নিলয় খান)

গানচিল মিউজিক
এ প্রতিষ্ঠান থেকে বেশকিছু সিঙ্গেলস বেরিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- 
* চোখের জল (মমতাজ) 
* ঝুম, দূর থেকে (মিনার) 
* ফিরে এসো (আদির সাউন্ডট্র্যাক)
* দূরে যেও না (অদিত)
* ছুঁয়ে গেলো কে আমায় (প্রিয় ও খেয়া)
* হাড় কালা, রবীন্দ্রসংগীত ‘তুমি রবে নিরবে’  (শোয়েব)
* লোকালবাস (প্রীতম হাসান ও মমতাজ) 
* একদিন, তুমি (বেলাল খান)
* নারী (কাজী শুভ) 
* কতোটা (ইলিয়াস ও নদী) 
* রাজকুমারী (আল মাসুদ) 
* গাঙচিল (কর্নিয়া) 
* স্বপ্নে তোমায় (লতা আচার্য) 
* ভালোবাসি (ফোরকান) 
* ভালোবাসার ইচ্ছা (ন্যানসি ও শফিক) 
* পেয়ে গেছি তা (ইব্রাহিম শাফিন) 
* সকালের রোদ্দুর (রূপঙ্কর বাগচী) 
* ভাবে মন (প্রত্যয় খান ফিচারিং শফিক) 
* কতোদিন পরে এলে (সজীব দাস) 
* মুর্শিদের বাজারে (শোভন) 
* ভাণ্ডারী (প্রীতম হাসান) 
* আমি ভাবছিলাম (লুৎফর হাসান)
* ফুয়াদ ফিচারিং মালা

সিডি চয়েস
* ভালো থাকার ইচ্ছে (বেলাল খান ও শোয়েব)
* হৃদমোহিনী (তানজিব সারোয়ার)
* ‘সেই মেয়েটা’, ‘যাচ্ছো হারিয়ে’, ‘তোমাকে চাই’ (তাহসান)
* দাগা (কাজী শুভ)
* ইপি-অবুঝ পাখি (পূজা)
* মিলন হলো এতোদিনে ২ (কুমার বিশ্বজিৎ, ইমরান, দিলরুবা খান, মিলন, জুয়েল মোর্শেদ, কাজী শুভ, লুৎফর হাসান, স্বরলিপি, সাফায়েত, আশফা)
* আমরা আমরা ৩ (কুমার বিশ্বজিৎ, ইমরান, কাজী শুভ, ন্যানসি, অয়ন, লুৎফর হাসান, জুয়েল মোর্শেদ, মিলন, আশফা, নিশি, সাফয়েত ও পূজা)
* ইপি-দুঃখ বলি (কাজী শুভ)
* প্রেমের নদী (মোহনা)
* ভালোবাসার এই দিনে (শুভর সিঙ্গেল) 
* সাদা মন (লিলিন মুন) 
* শচীন দেব বর্মনের চারটি গানের ইপি-তোমার বারান্দায় (তানভীর তারেক)
* দোটানা (আলিফ আলাউদ্দিন ও তানভীর তারেকের সিঙ্গেল)
* তোমার শহর আমার শহর (তানভীর তারেকের সিঙ্গেল)
* ভালোবাসার উষ্ণতা (নির্জো হাবিব ও লোপা হোসাইনের সিঙ্গেল) 
* চোরাবালি মন (তৌসিফ উল হক)
* মা (সুবীর নন্দী, আলম আরা মিনু, রিংকু, চুমকী, মার্জিয়া মিতু, বাউল চন্দন, নুরজাহান আহমেদ বিউটি ও তাসলিমা তাসরিন)
* দুঃখের ঘরে (চন্দন)
* অন্য মানুষ (কাজী শুভ, অয়ন, আশফা, নিশি, সাফায়েত, সাগর, ইভান ইভু, সজীব, আব্দুল্লাহ, বিধু, ইতি)
* প্রেমপত্র (হীরা, ফারাবী, বৃষ্টি, মুসাফির তুহিন, আনিসা, রাহুল মুৎসুদ্দি, সাহেদ আলমগীর, মিঠুন, শিল্পী বিশ্বাস ও অনন্যা)

ঈগল মিউজিক
* ইপি-মন দরিয়া (শুভমিতা, তাহসান, পাপন, দোলা)
* ইপি-সত্যি করে বল (আরফিন রুমী, পড়শী ও ঐশী)
* শূন্যবাড়ি (মমতাজ ও ফজলুর রহমান বাবু)
* থ্রিজি (প্রীতম হাসান ও প্রত্যয় খান)
* শিশু (ফাহমিদা নবী, হায়দার হোসেন ও হাসান আহমেদ)
* গ্রাস (সাউন্ডট্র্যাক)
* ইপি-রঙধনু (বিবেক)
* ইপি-রাজকুমারী (নমন)
* ইপি-সাম্পানওয়ালা (বেলী আফরোজ, জীবক বড়ুয়া, ইতু সিনহা ও সিনহা)
* হাতটা কি বাড়াবে (যাযাবর পলাশ)
* ভাবনা জুড়ে (তারেক মাহমুদ)
* আভরাল সাহির ফিচারিং স্যাম 
* জঞ্জাল যাযাবর (ব্যান্ড যাযাবর)
* ভালোবাসার আঁচড় (শাকিল, সহশিল্পী অনন্যা, বেলী আফরোজ, সুবর্ণা ও সাবা)
* ইপি-নাঈম রিটার্নস  

আজব রেকর্ডস
* স্বপ্ন সমুদ্দুর (কুমার বিশ্বজিৎ ও জয় শাহরিয়ার)
* পৃথিবীর ক্যানভাস (জয় শাহরিয়ার, কিশোর, কনা, পূজা ও নাউমি)
* ফোক বিটজ (জয় শাহরিয়ার, পারভেজ সাজ্জাদ, কিশোর, নিশিতা, পুজা ও নাউমি)
* শুধু তোমার আমি (ইলিয়াস হোসেইন ও কাজী শুভ)
* রকহোলিক ৩ (ব্যান্ড মিশ্র) 
* পৃথিবীর প্রহর (ব্যান্ড মিশ্র) 
* অপারেশন অ্যাংরি মেশিন (সাজ্জাদ আরেফিন)
* জোছনার কি মানে (সুজন)
 
সুরাঞ্জলি
* চুপকথা রূপকথা (শফিক তুহিন)

লাইভ টেকনোলজিস
* তোকে ঘিরে (আহম্মেদ হুমায়ূন)

জিসান মাল্টিমিডিয়া
* তোমার জন্য (আহম্মেদ হুমায়ূন, রন্টি দাস, অরিন, মিলন, সাব্বির, শাহরিদ বেলাল, লুৎফর হাসান, বাঁধন ও নাবিলা)
* স্বপ্ন নেই চোখে (এফ এ প্রীতম, দিপ রাজ, আরিফ খান, আঁখি, মুন্না, এফ এ সোহাগ, রুবেল ও এফ এ আকাশ) 

সিডি ভিশন  
* মেঘের ভেলা (স্নেহ)

অ্যাডবক্স
এই মিউজিক অ্যাপে এসেছে ২০টি একক ও মিশ্র গানের অ্যালবাম।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।