ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘এলিয়েন চাইল্ড’-এর চিকিৎসার খরচ বহন করবেন সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
‘এলিয়েন চাইল্ড’-এর চিকিৎসার খরচ বহন করবেন সালমান সালমান খান ও শৈলী

সুপারস্টার সালমান খান প্রয়োজনের সময় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়াতে ঝাঁপিয়ে পড়েন। আবার এর প্রমাণ দিলেন তিনি।

ছোট্ট একটি মেয়ের জন্য বাস্তব জীবনে নায়ক হিসেবে এগিয়ে এলেন ৫০ বছর বয়সী এই তারকা।

‘সুলতান’ তারকা সাত বছর বয়সী শিশু শৈলীর চিকিৎসার তহবিল গড়ার ঘোষণা দিয়েছেন। বিরল ব্যাধি ক্রজন সিনড্রোম নিয়ে জন্মেছে মেয়েটি। এ রোগের কারণে তার চোখ স্বাভাবিকের তুলনায় অনেকাংশে বেরিয়ে এসেছে। এ ধরনের রোগে মাথা ও মুখের অদ্ভুত আকৃতি হয়। রোগটি করোটির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে।

শৈলীকে বলা হচ্ছে ভারতের ‘এলিয়েন চাইল্ড’। মেয়েটির শৈশব স্বাভাবিক নয়। অসুখের কারণে বাইরে বের হতে পারে না সে। কারণ সূর্যের আলোয় তার চোখে তীব্র যন্ত্রণা হয়। মা-বাবা মেয়ের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল ঘুরেছেন। কিন্তু অর্থাভাবে কিছু করা সম্ভব হয়নি তাদের পক্ষে।

শৈলী ও তার মা-বাবার কাছে ত্রাতা হিসেবে এসেছেন সালমান। এই উদ্যোগ নিয়েছে তার দাতব্য প্রতিষ্ঠান বিইং হিউম্যান। বেঙ্গালুরুতে শৈলীর দেহে অস্ত্রোপচার করা হবে আগামী ১৩ জুলাই। তার চিকিৎসার পুরো ব্যয় বহনের প্রতিশ্রুতি দিয়েছেন ‘বজরঙ্গি ভাইজান’। তিনি ব্যক্তিগতভাবে পুরো অর্থ দেবেন বলে জানান। তার সুবাদে স্বাভাবিক জীবনে ফেরার আশা তৈরি হয়েছে শৈলীর মধ্যে। তার মা-বাবার চোখে এসেছে আনন্দাশ্রু।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
বিএসকে/এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।