ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আব্বাসের মৃত্যুতে বাংলাদেশি নির্মাতাদের শোক

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
আব্বাসের মৃত্যুতে বাংলাদেশি নির্মাতাদের শোক

ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির ছবি দেখে বিশ্বজুড়ে অনেক নির্মাতা নিজেদের তৈরি করেছেন। চলচ্চিত্র নিয়ে স্বপ্ন বোনা বাংলাদেশি নির্মাতাদেরও অনুপ্রেরণা তিনিই।

তাই তাকে হারিয়ে শোকাহত এ দেশের নবীন-প্রবীণ নির্মাতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা শোক প্রকাশ করেছেন।  

গুলশান ট্র্যাজেডির পর আব্বাসের মৃত্যু আরেকটা বড় ধাক্কা বুঝিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘এবারের জুলাই বড়ই নিষ্ঠুর! এই মাসটা বয়ে এনেছে দুঃখের সাগর!’ 

আব্বাস কিয়ারোস্তামিকে উদ্দেশ্য করে ফারুকী লিখেছেন, ‘শারীরিকভাবে আপনি হয়তো কোথাও আশ্রয় নিয়েছেন। প্রিয় গুরু, আপনাকে ঠিকই সময়ের ছায়া, কলকল বাতাস, একান্তে ও অন্তরের না-বলা শুন্যতায় খুঁজে নেবো। ’ 

ফারুকী উল্লেখ করেছেন, বিশ্বের বিভিন্ন দেশে কয়েক প্রজন্মের নির্মাতাদের প্রভাবিত করে এসেছেন আব্বাস কিয়ারোস্তামি। তার সঙ্গে ২০০৯ সালে আবুধাবিতে প্রথম সাক্ষাৎ হয় ফারুকীর। আবুধাবির মিডল ইস্ট ফিল্ম ফেস্টিভ্যালে ১৮টি ছবির মধ্যে ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছিলো। তখন জুরি-প্রধান ছিলেন আব্বাস। তখন ফারুকীকে আদরে সিক্ত করেছেন তিনি। পরের বছর বুসান চলচ্চিত্র উৎসবে আবার দু’জনের দেখা হয়েছিলো।

মনের ভেতর সেই স্মৃতির ডাকাডাকি উল্লেখ করে ফারুকী লিখেছেন, ‘এই পৃথিবীতে আপনার সময়ে থাকতে পেরে, আপনার সম্পর্কে জেনে ও সামনাসামনি দেখা করতে পেরে ব্যক্তিগতভাবে আমি নিজেকে পুরোপুরি ভাগ্যবান মনে করি। ’

বাংলাদেশি নির্মাতাদের অনেকেই আব্বাস কিয়ারোস্তামির বিভিন্ন ঊক্তি শেয়ার করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। ‘মেঘমল্লার’-এর পরিচালক জাহিদুর রহিম অঞ্জন, নির্মাতা শিবু কুমার শীল পৃথক দুটি উক্তি শেয়ার করেন।  

পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত আব্বাসের মৃত্যুর খবরও শেয়ার করেছেন বেশ কয়েকজন নির্মাতা। তাদের মধ্যে ‘লাল টিপ’ ও ‘পরবাসিনী’ ছবির পরিচালক স্বপন আহমেদ উল্লেখ করেছেন, ‘দ্য মাস্টারমাইন্ড, দ্য লিডার। ’ শোক জানিয়েছেন টোকন ঠাকুর, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, নোমান রবিন, প্রসূন রহমান, রুবাইয়াত হোসেন, ফয়সাল রাজীব। মুসাফির সৈয়দ লিখেছেন, ‘মন খারাপের ভেতর ভীষণ মন খারাপ। ’

তরুণ নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ লিখেছেন, ‘আব্বাস কিয়ারোস্তামি আমার সবচেয়ে প্রিয় চলচ্চিত্র নির্মাতা। তিনি সত্যিকারের কিংবদন্তি। আমরা আপনাকে মিস করবো স্যার। ’

‘জালালের গল্প’র পরিচালক আবু শাহেদ ইমন মৃত্যুর খবর শেয়ার দিয়ে লিখেছেন, ‘বিশ্ব আমাদের সময়ের সেরা একজন দার্শনিককে হারালো। শান্তিতে থাকুন স্যার!’ 

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।