ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

হৃতিকের দুই পুত্রর সঙ্গে দীপিকার দেখা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
হৃতিকের দুই পুত্রর সঙ্গে দীপিকার দেখা

বলিউড সুপারস্টার হৃতিক রোশন বৈচিত্রময় কিছু চরিত্রে অভিনয় করে বিখ্যাত হয়েছেন। একই সঙ্গে বাবা হিসেবেও তিনি আদর্শ।

সন্তানদেরকে ছুটিতে বেড়াতে দেশের বাইরে নিয়ে যাওয়াসহ জীবনের গুরুত্বপূর্ণ দীক্ষাও দেন তিনি। সন্তানদের সঠিক পন্থায় কীভাবে লালন-পালন করতে হয় তা ভালোই জানেন ৪৩ বছর বয়সী এই অভিনেতা।

বাবার সান্নিধ্য তাই দারুণ উপভোগ করে রেহান ও হৃধান। বাপ-বেটা তিনজনকে প্রায়ই সময় কাটাতে দেখা যায় সিনেমা হলে কিংবা বড় বড় বিনোদনমূলক পার্কে।

সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেলো, গত মাসে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত আইফার জমকালো আসর চলাকালে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন জড়িয়ে আদর করছেন হৃতিকের দুই পুত্রকে।

এদিকে হৃতিকের নতুন ছবি ‘মহেঞ্জোদারো’ মুক্তি পাবে আগামী ১২ আগস্ট। আশুতোষ গোয়াড়িকরের পরিচালনায় এতে আরও আছেন পূজা হেজ।

অন্যদিকে দীপিকা চুক্তিবদ্ধ হয়েছেন সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’তে। তার বিপরীতে থাকবেন রণবীর সিং।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।