ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কারিশমার সঙ্গে অভিনয় করতে চান কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
কারিশমার সঙ্গে অভিনয় করতে চান কারিনা কারিশমা কাপুর ও কারিনা কাপুর খান

কাপুর পরিবারের দুই বোন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর ও কারিনা কাপুর খানকে কখনও একসঙ্গে দেখা যায়নি। তবে বড় বোনের সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন বেবো।

বার্তা সংস্থা আইএএনএস জানতে চেয়েছিলো, একই ছবিতে বড় বোনের সঙ্গে অভিনয়ের ইচ্ছা বা পরিকল্পনা আছে কি-না। উত্তরে কারিনা  বলেন, ‘সবসময়ই চাই এটা। যদিও এমন কোনো পরিকল্পনা নেই। কিন্তু আমি সবসময় তার সঙ্গে কাজ করতে চাই। ’

নব্বই দশকে ‘হিরো নাম্বার ওয়ান’, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘দিল তো পাগল হ্যায়’ ও ‘রাজা হিন্দুস্তানি’র মতো ব্যবসাসফল জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন কারিশমা। সবশেষ তিন বছর আগে ‘ডেঞ্জারাস ইশক’ ছবিতে দেখা গেছে তাকে।

বড় পর্দায় কারিশমা আবার ফিরবেন কি-না তা নিয়ে কারিনার সংশয় রয়েছে। এজন্যই তার কোনো পরিকল্পনা নেই। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘এই মুহূর্তে একসঙ্গে কাজ করার কোনো পরিকল্পনা নেই। কারণ আমি জানি না সে আবার বড় পর্দায় কাজ করার চিন্তাভাবনা করছে কি-না। তার সন্তানরা এখনও সত্যিই ছোট। তাছাড়া ওর চিন্তাধারাও অনেক আলাদা। ’

তবে কখনও বোনের সঙ্গে অভিনয়ের প্রস্তাব এলে  ভালো চিত্রনাট্যের ওপর জোর দেবেন বলে জানান ‘উড়তা পাঞ্জাব’ তারকা কারিনা। তার ভাষ্য, ‘ভালো চিত্রনাট্য হলে অবশ্যই আমরা একসঙ্গে কাজ করবো। ভবিষ্যতের কথা কেইবা বলতে পারে। কিন্তু এই মুহূর্তে কিছুই নেই। ’

কারিনা এখন রিয়া কাপুর ও একতা কাপুরের যৌথ প্রযোজনায় ‘বীরে ডি ওয়েডিং’ ছবির কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছেন। এতে তার সঙ্গে অভিনয় করবেন সোনম কাপুর ও সারা ভাস্কর।

এদিকে এ বছরের ডিসেম্বরে প্রথম সন্তানের মা হবেন কারিনা। স্বামী সাইফ আলি খানকে নিয়ে তিনি তাই উচ্ছ্বসিত।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।