ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

যেন সিনেমার ট্রেলার (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
যেন সিনেমার ট্রেলার (ভিডিও) অন্ত অর্ণব ও অর্চিতা স্পর্শীয়া

প্রসঙ্গ ছাত্র রাজনীতি। একে ঘিরে গল্প বলা হয়েছে।

বলার ধরনটাতে রাখা হয়েছে চমক ও বৈচিত্র্য। অন্তত চরিত্রগুলোর গেটআপ-মেকাপ তাই বলে। চলচ্চিত্র নয়, ট্রেলার দেখে এটা বোঝা যাবে না। এটি আসলে টেলিছবি, নাম ‘লিডার’।

রোমান্টিক থ্রিলারধর্মী কাহিনিচিত্রটির পরিচালক রাফসান আহসান। এটি যৌথভাবে লিখেছেন ইয়াসির আরাফাত ও সুব্রত শুভ। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অর্ণব অন্তু ও অর্চিতা স্পর্শীয়া ।

‘লিডার’-এ নিজের চরিত্র নিয়ে স্পর্শীয়া বললেন, ‘আমার চরিত্রের নাম শম্পা, কলেজ ছাত্রী। অর্ণব অন্তুর চরিত্রের নাম ইমরান, রাজনীতি করে। ইমরানের জনপ্রিয়তা দেখে শম্পা ওর প্রেমে পড়ে। তবে বিষয়টি বলতে পারে না। এ নিয়ে কাহিনি এগিয়ে যায়। সব মিলিয়ে দর্শকের কাছে টেলিছবিটি অন্যরকম মনে হবে। ’

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত ১ মিনিট ৩১ সেকেন্ডের ট্রেলারে ফুটিয়ে তোলা হয়েছে টান টান উত্তেজনা। স্পর্শীয়ার গ্ল্যামারাস উপস্থিতি এতে যোগ করেছে নতুন মাত্রা।  

নির্মাতা রাফসান আহসান  বলেন,  ‘টানা দশদিন শুটিং করেছি। কয়েকজন সিনিয়র শিল্পীও এখানে অভিনয় করেছেন। গল্পে অনেক মোড় আছে। কাজটা বেশ চ্যালেঞ্জিং ছিলো। ’

তিনি আরও জানান, ‘লিডার’-এর আকর্ষণ হিসেবে রাখা হয়েছে দুটি গান। এর মধ্যে একটি রোমান্টিক, অন্যটি শিরোনাম গান।

‘লিডার’ টেলিছবিতে আরও অভিনয় করেছেন কাজী  হায়াৎ, শতাব্দী ওয়াদুদ,  সুব্রত দাস প্রমুখ। প্রযোজনা করেছেন ফরিদুর রহমান খান। আগামী ঈদুল আযহায় একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে এটি।

* ‘লিডার’ টেলিছবির ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ১৩ জুলাই, ২০১৬

জেএমএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।