ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রেকর্ড গড়ে ২০০ কোটির ঘরে ‘সুলতান’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
রেকর্ড গড়ে ২০০ কোটির ঘরে ‘সুলতান’ ‘সুলতান’ ছবির দৃশ্যে সালমান খানের সঙ্গে আনুশকা শর্মা

বলিউডে ২০০ কোটির অভিজাত ক্লাবে রেকর্ড গড়ে ঢুকলো সুপারস্টার সালমান খানের ‘সুলতান’। গত ৬ জুলাই মুক্তির সাত দিনে শুধু ভারতেই ছবিটির আয় ছাড়িয়েছে ২০০ কোটি রুপির ঘর।

 

এর মাধ্যমে নিজেকেই ছাড়িয়ে গেলেন সালমান। একমাত্র তিনিই ২০০ কোটি রুপি ছাড়ানো ব্যবসা করা চারটি ছবির নায়ক। আমির খানের তিনটি, শাহরুখ খানের দুটি ও হৃতিক রোশনের একটি করে ছবির এই অর্জন আছে।  

গত বছর বলিউডে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে কেবল সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘প্রেম রতন ধন পায়ো’ ২০০ কোটি রুপির বেশি আয় করেছে।  এ বছরও তার হাত ধরেই এ ক্লাবের নতুন সদস্যের দেখা পাওয়া গেলো।

এর আগে আমির খানের ‘পিকে’ ও ‘ধুম থ্রি’ এবং সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ ৯ দিনে, হৃতিক রোশনের ‘কৃষ থ্রি’ ১০ দিনে, সালমানের ‘কিক’ ১১ দিনে ও ‘প্রেম রতন ধন পায়ো’ ১৪ দিনে, শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ ১৫ দিনে ২০০ কোটি রুপির ঘর পেরোতে পেরেছে।  

যশরাজ ফিল্মস প্রযোজিত ও আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’-এ সালমানের বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা। ২০০ কোটি ব্যবসা করেছে এমন দুটি ছবি হয়ে গেলো তার। এ ছাড়া কারিনা কাপুর খান ও দীপিকা পাড়ুকোনের দুটি ছবি এই রেকর্ড গড়ে।

এদিকে ভারত ও অন্যান্য দেশের আয় মিলিয়ে পাঁচ দিনেই ‘সুলতান’-এর ঘরে এসেছে ৩৪৪ কোটি রুপি। ৯০ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি ভারতের চার হাজার ও বহির্বিশ্বের ১ হাজার ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় ঈদ উপলক্ষে। হরিয়ানার কুস্তিগীর সুলতান আলি খানকে ঘিরেই এর গল্প।  

মাত্র তিন দিনে ভারত ও দেশটির বাইরের আয় মিলিয়ে ২০০ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছে ছবিটি। বিশ্বব্যাপী বলিউডের শীর্ষ পাঁচ ব্যবসাসফল ছবির তালিকাটা এমন- ‘পিকে’ ৭৬৯ কোটি রুপি, ‘বজরঙ্গি ভাইজান’ ৬২৯ কোটি রুপি, ‘ধুম থ্রি’ ৫৮৭ কোটি রুপি, ‘চেন্নাই এক্সপ্রেস’ ৪২৫ কোটি রুপি, ‘থ্রি ইডিয়টস’ ৪০০ কোটি রুপি।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।