ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

দীপিকার সঙ্গে বিয়ে, মুখ খুললেন রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
দীপিকার সঙ্গে বিয়ে, মুখ খুললেন রণবীর

আদিত্য চোপড়া পরিচালিত ‘বেফিকরে’ ছবির কাজের জন্য তিন মাস প্যারিসে ছিলেন রণবীর সিং। দৃশ্যধারণ শেষে মুম্বাই ফিরে এসেছেন তিনি।

ছবিটির পোস্টার ইতিমধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। এতে বলিউডের এই অভিনেতার সহশিল্পী বানি কাপুর।

সম্প্রতি গুঞ্জণ উঠেছে, নতুন বছরে প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে বিয়ে করতে যাচ্ছেন রণবীর। মুম্বাইয়ের বিমানবন্দরে পৌঁছুলে গণমাধ্যমকর্মীরা তাকে ঘিরে ধরে এবং এ বিষয়ে প্রশ্ন করেন। জবাবে ৩১ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘আরে কি বলছেন এসব? সকালে কি ঘুম পূর্ণ হয়নি?’

অন্যদিকে কিছুদিন আগে খবর বের হয় যে, বছরের শুরুতে বাগদান সেরে ফেলেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। মুম্বাই মিররের এক প্রতিবেদনে জানা যায়, কয়েকমাস আগে দু’জনের বাবা-মা দেখা করেছিলেন আর সে সময় নাকি পাঞ্জাব রীতি মেনে তাদের রোকা সম্পন্ন হয়েছে। তবে এ বিষয়ে প্রকাশ্যে কেউ কিছু বলেননি তারা।

এমনকি অবকাশ যাপনের জন্যও ইউরোপে গিয়েছিলেন তারা। অষ্ট্রেলিয়ার ভিভামায়ের স্পাতে দেখা গেছে তাদের। নিজ নিজ পরিবারের সঙ্গেই সেখানে গিয়েছিলেন দীপিকা ও রণবীর।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।