ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘নিয়তি’র সঙ্গে ‘এক রাস্তা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
‘নিয়তি’র সঙ্গে ‘এক রাস্তা’

এক মাসেরও বেশি সময় বিরতির পর ঈদের চার ছবির মাধ্যমে নতুন ছবি মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এই শুক্রবার (২২ জুলাই) নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না।

তাই দ্বিতীয় সপ্তাহেও দেশের প্রেক্ষাগৃহগুলো দখল করে রাখবে ঈদের ছবি ‘শিকারী’, ‘বাদশা-দ্য ডন’, ‘সম্রাট’ ও ‘রানা পাগলা-দ্য মেন্টাল’। তবে ২৯ জুলাই দুটি ছবি মুক্তি পেতে পারে। এগুলো হলো- ‘নিয়তি’ ও ‘এক রাস্তা- ওয়ান ওয়ে’।

আরিফিন শুভ অভিনীত যৌথ প্রযোজনার প্রথম ছবি ‘নিয়তি’ এরই মধ্যে দেখেছেন কলকাতার দর্শক। ১০ জুন সেখানকার ৮৩টি প্রেক্ষাগৃহে এটি মুক্তি দেওয়া হয়। এবার দেশের রূপালি পর্দায় আসছে শুভ-জলির ‘নিয়তি’। এখানে প্রতিযোগিতায় পড়তে যাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি।

আগামী ২৯ জুলাই সারাদেশে ‘নিয়তি’র পাশাপাশি মুক্তি পাচ্ছে ‘এক রাস্তা- ওয়ান ওয়ে’ ছবিটি। ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ববি ও বাপ্পি।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।