ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের পর তারিন 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
ঈদের পর তারিন  তারিন, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তারিন। দীর্ঘদিন ধরে ঈদ আয়োজনে বাড়তি আকর্ষণ যোগ করছে তার অভিনীত নাটক।

এবারও ব্যতিক্রম ঘটেনি। হাতেগোনা নাটকে অভিনয় করলেও নজর কেড়েছেন সবার। এর মধ্যে আবুল হায়াতের 'ফুলজান', তন্ময় তানসেনের ‘ক্ষরণ’, তৌকীর আহমেদের ‘ইন্দ্রজাল’ অন্যতম।  

ঈদে নাটকের পাশাপাশি একাধিক টিভি আয়োজনেও হাজির ছিলেন তারিন। ঈদের রেশ কাটতে না কাটতেই আরেকটি টিভি আয়োজনে দেখা যাবে তাকে। অনুষ্ঠানটিতে ফেলে আসা দিনের কথা, ব্যক্তি ও কর্মজীবন, ভালো ও মন্দলাগা প্রভৃতি বিষয়ে কথা বলেছেন তারিন।  

রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় 'আমার আমি' অনুষ্ঠানে অতিথি হয়েছেন তারিন। তারিনের পর্বটি বাংলাভিশনে প্রচার হবে শনিবার (১৬ জুলাই) রাত ৯টা ৫ মিনিটে। এটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
টিএস/এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।