ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বুলবুল আহমেদের চলে যাওয়ার ছয় বছর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
বুলবুল আহমেদের চলে যাওয়ার ছয় বছর বুলবুল আহমেদ

প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ১৫ জুলাই। ২০১০ সালের এই দিনে না ফেরার দেশে চলে যান তিনি।

তার প্রয়াণের ছয় বছর আজ।  

সত্তর ও আশির দশকে আলমগীর কবিরের ‘ধীরে বহে মেঘনা’ (১৯৭৩), ‘সূর্যকন্যা’ (১৯৭৫), ‘সীমানা পেরিয়ে’ (১৯৭৭), ‘রূপালি সৈকতে’(১৯৭৯), ‘মোহনা’ (১৯৮২) ও ‘মহানায়ক’ (১৯৮৫) ছবিতে বুলবুল আহমেদের অভিনয় দর্শক ভোলেনি আজও। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ ছবিটিও তাকে বাঁচিয়ে রাখবে দর্শকদের হৃদয়ে।

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী বুলবুল আহমেদ স্মরণে আলোচনাসভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ‘স্বপ্নলোক’। শুক্রবার (১৫ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার (লিফট-৬) সেমিনার হলে আলোচনাসভা শুরু হবে সকাল ১১টায়।  

বুলবুল আহমেদ ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক ফিরোজ খান জানান, আলোচনায় উপস্থিত থাকবেন বুলবুল আহমেদের সহধর্মিণী ডেইজী আহমেদ, মঞ্চসারথি আতাউর রহমান, চলচ্চিত্র ব্যক্তিত্ব সোহানুর রহমান সোহান, এফ আই মানিক, নাট্যাভিনেতা ঝুনা চৌধুরী, গাজী রাকায়েত, পরিচালক এস এ হক অলিক, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও চয়নিকা চৌধুরী। প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে এ আয়োজনের পর্দা নামবে দুপুর ১টায়।  

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।