ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ন্যানসির মন ভালো নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
ন্যানসির মন ভালো নেই ন্যানসি-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসির পর পর দুটি স্টেজ শো বাতিল হয়ে গেছে। ১০ জুলাই মাগুরায় ওপেন কনসার্ট আর ১৫ জুলাই ঢাকায় ঈদ পুনর্মিলনী একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিলো তার।

আগ মুহূর্তে দুটি অনুষ্ঠান বাতিলের খবর পেয়ে মনটা স্বাভাবিকভাবেই বিষণ্ন হয়েছে তার।  

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে ন্যানসি বলেন, ‘কিছুদিন বিরতির পর দুটি শো করার প্রস্তুতি নিয়েছিলাম। শেষ পর্যন্ত বাতিল হয়ে যাবে ভাবতে পারিনি। সব মিলিয়ে আমার মন খারাপ। ’ 

ন্যানসি জানান, আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের পরিস্থিতি ভালো নয়- এই ইস্যুতে তাদেরকে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। ন্যানসির মতে, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে শিল্পী সমাজ ক্ষতিগ্রস্ত হবে।  

এদিকে ন্যানসি নিজের বাড়ি নেত্রকোনা ও ময়মনসিংহের শ্বশুরবাড়িতে ঈদ উদযাপন করেছেন। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে ভালো সময় কেটেছে তার। এর মধ্যে এক আত্মীয়র বিয়েতেও অংশ নেন তিনি। এখন ঢাকার মিরপুরে নিজের বাসায় সময় কাটছে তার।

অন্যদিকে বিভিন্ন টিভি চ্যানেলের ঈদ আয়োজনে অংশ নেননি ন্যানসি। সরাসরি বা ধারণকৃত কোনো অনুষ্ঠানেই পাওয়া যায়নি জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই কণ্ঠশিল্পীকে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।