ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আনুশকার কাছে আতঙ্কের নাম সালমান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
আনুশকার কাছে আতঙ্কের নাম সালমান! সালমান খান ও আনুশকা শর্মা

চলচ্চিত্র সমালোচক কিংবা সাধারণ দর্শক, বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ছবি ‘সুলতান’ দেখে মুগ্ধ সবাই। এতে হরিয়ানার কুস্তিগীরের ভূমিকায় তার অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনি গ্রামীণ স্বপ্নবাজ কুস্তিগীর চরিত্রে বলিষ্ঠতা দেখাতে পেরে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী আনুশকা শর্মা।

ছবিটিতে সালমান ও আনুশকার মচমচে রসায়ন নিঃসন্দেহে দর্শকদের মন কেড়েছে। একের পর এক রেকর্ড গড়া ব্যবসাই এর প্রমাণ। মজার বিষয় হলো, সল্লুকে হাসিখুশি আর ঠান্ডা মেজাজের মনে হলেও দৃশ্যধারণ চলাকালে তাকে আতঙ্ক মনে করতেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী।

এতোদিন শোনা গেছে, সহশিল্পীকে স্বাচ্ছন্দ্য এনে দিতে মোটেও কার্পণ্য করেন না সালমান। কিন্তু আনুশকার ঠিক বিপরীত অভিজ্ঞতা হলো। এক সাক্ষাৎকারে তার দাবি, ৫০ বছর বয়সী এই তারকা তার জন্য ছিলেন আতঙ্কের আরেক নাম! কারও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নিজের প্রথার বাইরে যান না ‘বজরঙ্গি ভাইজান’।

আনুশকা আরও জানান, চিত্রায়নের সময়  সালমান নিজের ভেতরেই ডুবে থাকেন। তিনি লাজুক মানুষ। ফলে কোনো উপায়ে সহশিল্পী কিংবা নায়িকার সঙ্গে তার সেতুবন্ধন করা যায় না। কাজের ফাঁকে তারা আড্ডা দিতেন, ‘দাবাং’ খানের সঙ্গে তার সমীকরণটা এমন ছিলো ভাবলে ভুল হবে। আরও চমকপ্রদ তথ্য হলো, দৃশ্যায়নের সময় সালমানের সঙ্গে যে কোনো ব্যাপারেই খুব কম কথা বলতেন আনুশকা।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।