ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

একই চেহারার দুটি চরিত্রে মৌসুমী হামিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
একই চেহারার দুটি চরিত্রে মৌসুমী হামিদ

একসঙ্গে দুটি চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। একজনের নাম নাবিলা।

সে শহর থেকে বেড়াতে এসে একটি জঙ্গলে হারিয়ে যায়। তারপর আশ্রয় নেয় একটি বাড়িতে। সেখানে হিন্দু বিবাহিতা মেয়ে অনুরাধাকে দেখে অবাক হয়ে যায় নাবিলা। কারণ দু’জনের চেহারা অবিকল এক! 

নাটকটির নাম ‘অণুমন্ত্র’। এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বাংলানিউজকে বললেন, ‘এটি রোমাঞ্চকর একটি নাটক। মানিকগঞ্জের একটি জঙ্গলে এর দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে একই চেহারার দুটি চরিত্রে অভিনয় করতে গিয়ে বারবার পোশাক পরিবর্তন করতে হয়েছে। ’

মৌসুমী হামিদ আরও জানান, নাবিলার সামনেই অনুরাধার জীবন ফুটে উঠতে থাকে। একসময় নাবিলা জানতে পারে, মেয়েটি আসলে মৃত! নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।

‘অণুমন্ত্র’তে অনুরাধার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। আগামী ২২ জুলাই দুপুর আড়াইটায় চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।  

এদিকে ‘একজন অভিনেতার অভিনয়’ নামের আরেকটি নাটকে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। মাসুম শাহরিয়ারের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় এতে তার সহশিল্পী অভিনেতা তারিক আনাম খান ও জাহিদ হাসান।  

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।